পর্দায় বাবা ও ছেলে, দুজনের সঙ্গেই জুটি বেঁধেছেন বলিউডের এই অভিনেত্রীরা
Continues below advertisement
Continues below advertisement
1/5
হেমা মালিনী-বলিউডের ড্রিমগার্ল হেমামালিনী সুপারস্টার রাজ কপূরের সঙ্গে 'সপনো কে সওদাগর' সিনেমায় অভিনয় কাজ করেছিলেন। অরপর তিনি ঋষি কপূরের সঙ্গে 'শানদার' সিনেমায় রোমান্স করেছিলেন।
2/5
শ্রীদেবী-বলিউডে প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী তাঁর অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন দর্শকদের মুগ্ধ করেছেন। তিনি 'নাকাবন্দি' সিনেমায় ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করেছিলেন। এরপর ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলের সঙ্গে 'রাম অবতার' সিনেমায় কাজ করেছেন শ্রীদেবী।
3/5
ডিম্পল কাপাডিয়া- এই তালিকায় রয়েছেন ডিম্পল কাপাডিয়াও। ডিম্পল বিনোদ খন্নার সঙ্গে 'খুন কা কর্জ', 'লেকিন' ও 'বটবারা'-র মতো সিনেমায় রোমান্স করেছেন। এরপর বিনোদ খন্নার ছেলে অক্ষয় খন্নার সঙ্গে 'দিল চাহতা হ্যায়' সিনেমায় অভিনয় করেছেন।
4/5
জয়াপ্রদা- ৮০-র দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম জয়াপ্রদা ওই সময় বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তিনি ধর্মেন্দ্রর সঙ্গে 'গঙ্গা তেরে দেশ মেঁ', 'ফরিস্তে' ও 'শাহজাদে'-র মতো সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেছেন। এরপর জয়াপ্রদা ধর্মেন্দ্র ছেলে সানি দেওলের সঙ্গে 'জবরদস্ত' ও 'বীরতা'-র মতো সিনেমায় কাজ করেছেন।
5/5
মাধুরী দীক্ষিত-এই তালিকায় সবার আগে নাম আসবে বলিউডের ধক-ধক গার্ল মাধুরী দীক্ষিতের। মাধুরী তাঁর কেরিয়ারের শুরুর দিকে 'দয়াবান'-এ বিশিষ্ট অভিনেতা বিনোদ খন্নার সঙ্গে রোমান্স করেছিলেন। এই সিনেমায় বিনোদ খন্না ও মাধুরীর জুটি দর্শকদের বেশ ভালো লেগেছিল। এরপর ডান্সিং কুইন মাধুরী বিনোদ খন্নার ছেলে অক্ষয় খন্নার সঙ্গে 'মোহব্বত' সিনেমায় রোমান্স করেছিলেন।
Continues below advertisement
Published at :