'Sada Ronger Prithibi': আশ্রমের আড়ালে নারীপাচার চক্র! বিধবাদের জীবনের চরম দুর্দশার গল্প বলবে 'সাদা রঙের পৃথিবী', প্রকাশ্যে ট্রেলার
'সাদাটে' যাঁদের জীবন, নেই অন্য কোনও রঙের ছোঁয়া, তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'। প্রকাশ্যে এল ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কেবল মনখারাপ বা দুঃখ নয়... এই গল্প প্রতিবাদের, লড়াইয়ের, জীবন খুঁজে নেওয়ার। পরিচালনায় রাজর্ষি দে।
এই ছবি মূলত ভারতে বিধবা পাচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। থ্রিলার ঘরানার গল্পের মাধ্যমে এক অভিনব উপায়ে ভারতের বিধবাদের জন্য নির্বাচিত আবাস কাশীর গল্প বলবে এই ছবি।
বিধবা পাচারের উপর ভিত্তি করে এই প্রথম ভারতে কোনও সিনেমা তৈরি হল। এই ছবি বারাণসীর বিধবাদের বর্ণহীন জগতের কথা তুলে ধরবে।
সেই সব মানুষদের কথা বলবে এই ছবি যাদের জীবন তাদের সাদা শাড়ির মতোই বিবর্ণ হয়ে গিয়েছে।
কিন্তু এই আদিম রীতির আড়ালে অপরাধী মাস্টারমাইন্ডদের ষড়যন্ত্র লুকিয়ে আছে, ছলনা করে যারা এই হতভাগ্য নারীদের শোষণ করতে উদ্যত হয়ে আছে।
আদর্শ টেলিমিডিয়া এবং অমিত আগরওয়াল দ্বারা উপস্থাপিত, সুশান্ত সেনগুপ্ত, শ্রাবণী পাল ও রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে টলিউডের প্রথম সারির ১৯জন অভিনেতা কাজ করেছেন।
স্বামীহারা বিধবা নারীদের দুর্দশা, পাচার হওয়া, তাদের বিরুদ্ধে হওয়া অজস্র অপরাধ ও যে বিধিনিষেধে ভরা জীবনে তাদের ঠেলে দেওয়া হয় সেই দিকও তুলে ধরবে এই ছবি।
এই গল্প একটি আশ্রম নিয়ে। সেখানে বিধবাদের আশ্রয় দেওয়ার আড়ালে চলতে থাকে নারীপাচার । এই চক্রের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত শ্রাবন্তীর একটি চরিত্র ভবানী। এই চরিত্রটি নেতিবাচক। অন্যদিকে অন্য আরেকটি চরিত্র, শিবানী, তাঁর চরিত্রটি ইতিবাচক।
এই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যয়া, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহি গুহরায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দিলা বসু, অরুনাভ দে রায়, ঈশান মজুমদার, মোনালিসা বন্দ্যোপাধ্যয়া, অনুরাধা চৌধুরী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -