'Birohi 2': মুক্তির অপেক্ষায় 'বিরহী ২', প্রকাশ্যে ট্রেলার
মুক্তির অপেক্ষায় ইউটিউব সিরিজ 'বিরহী'র দ্বিতীয় সিজন। আসছে 'বিরহী ২'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রদীপ্ত ভট্টাচার্য্যের পরিচালনায় দ্বিতীয় এই সিজন মুক্তি পাবে ডিসেম্বরে।
সম্প্রতি উরিবাবা অরিজিন্যালসের এই সিরিজের ট্রেলার লঞ্চ হয়ে গেল মহাসমারোহে।
এই সিরিজেও মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে সায়ন ঘোষ ও শতাক্ষী নন্দিকে।
এছাড়া দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়, অমিতা সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য্য়, দীপক হালদার, সোহম মৈত্রকে।
সিরিজে মিউজিকের দায়িত্ব সামলেছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়।
বদলি বাতিল, তবে কি রাধা আর কৃষ্ণকে আবার হাবা আর বাবার জগতে ফিরে যেতে হবে?
ট্যাপা আর জমিদার কি অন্য কোনও ঠিকানায় পাড়ি দিল?
না কি বিরহীর টানে আবারও ফিরে আসবে তারা। আবারও বোম বলাইয়ের গ্রামে একত্রিত হবে সমস্ত চরিত্র?
শুরু হবে চেনা চরিত্রদের নিয়ে অচেনা আর এক বিরহীর গল্প?
প্রথম সিরিজের অভূতপূর্ব সাফল্যের পর এবার দর্শক অপেক্ষায় দ্বিতীয় সিজনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -