Trina Saha: উপলক্ষ্য় মায়ের জন্মদিন,আর এই বিশেষ দিনে তৃণা সাহা ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়
Trina Saha: মায়ের জন্মদিনে ইন্সটাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করলেন তৃণা সাহা
বিশেষ দিনে তৃণা সাহা ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়
1/7
নেত্রী তৃণা সাহার কাছে আজকের দিনটি খুব স্পেশাল। কারণ আজ তাঁর মায়ের জন্মদিন।
2/7
আর এই বিশেষ দিনটায় নিজের ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন বাংলায় এই সুন্দরী।
3/7
নিজের ইন্সটাগ্রাম শেয়ার করে নিজের মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি। যেখানে মায়ের সঙ্গে বিভিন্ন মুডে ধরা দিচ্ছেন অভিনেত্রী।
4/7
মোট চারটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, একটি দেখা যাচ্ছে মায়ের পাশে বসে রয়েছে ছোট্ট তৃণা। একটি মায়ের কোলে বলে খেলা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী। আবার একটি ছবিতে মায়ের সঙ্গে ঘোড়ার পিঠে উঠেছেন বাংলার এই দাপুটে নায়িকা।
5/7
আর একটি ছবিতে মায়ের কাছে বসে তিনি মন দিয়ে পড়াশোনা করছেন। বলাইবাহুল্য় প্রত্য়েকটি ছবিই পছন্দ করেছে তৃণার অনুরাগীরা।
6/7
প্রসঙ্গত, বর্তমানে 'বালিঝড়' ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha)। সেখানে একটি বিয়ের দৃশ্যেের শ্যুটিং-এ হালকা গোলাপি বেনারসিতে সেজে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই অভিনেত্রী।
7/7
পাশাপাশি, দোলের দিন একসঙ্গে রঙ খেলতে দেখা গেছিল নীল ও তৃণাকে। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দিয়েছিলেন তাঁরা।
Published at : 17 Mar 2023 01:05 PM (IST)