Aratrika Maity: ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়, শ্যুটিং ফ্লোরে সঙ্গে বই রাখেন প্রথম বর্ষের ছাত্রী আরাত্রিকা
ছোট থেকেই ইচ্ছা অভিনয় জগতে নিজের স্থান তৈরি করা। সেই ইচ্ছাপূরণের লক্ষ্যে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই শুরু করেছিলেন অডিশন দেওয়া। তাঁর নাম আরাত্রিকা মাইতি। ছবি: ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটপর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা। ইতিমধ্যেই কাজ করেছেন তিন তিনটি ধারাবাহিকে। 'অগ্নিশিখা' ধারাবাহিকের হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় শুরু। এরপর কাজ করেন 'খেলনা বাড়ি'তে। আপাতত তিনি 'মিঠিঝোরা'র রাই। ছবি: ফেসবুক
তবে ধারাবাহিকে অভিনেত্রী প্রথম ক্যামেরার সামনে আসার সুযোগ পান তখন তিনি অষ্টম শ্রেণির ছাত্রী। জনপ্রিয় 'রানি রাসমণি' ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। আরাত্রিকার কথায়, 'সেখানে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়েই ছিলাম। তিন দিন। কোনও সংলাপ কিছুই ছিল না।' ছবি: ফেসবুক
তিনি বলেন, 'এরপর ২০২১ সালে, মানে তখন আমার দশম শ্রেণি, তখন লকডাউনের সময় 'অগ্নিশিখা'র অডিশন দিই, সিলেক্টেডও হই।' ছবি: ফেসবুক
আরাত্রিকা এখন যোগমায়া দেবী কলেজের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। প্রায় বছর দেড়েক চলার পর শেষ হয় 'খেলনা বাড়ি'। এর মাত্র দিন দুয়েকের বিরতির পরই তৃতীয় ধারাবাহিক 'মিঠিঝোরা'য় কাজ শুরু করেন তিনি। ছবি: ফেসবুক
একদিকে ধারাবাহিকের টানা শ্যুটিং, অন্যদিকে কলেজ-পড়াশোনা। তাও সামাল দেওয়ার চেষ্টা করে চলেন আরাত্রিকা। পড়াশোনায় যাতে ফাঁক না পড়ে তাই নানা ধরনের উপায় বের করেছেন। ছবি: ফেসবুক
কীভাবে পড়াশোনা সামলান? আরাত্রিকা বলছেন, 'ভীষণ কঠিন এমনিতে। প্রথমদিকে মনে হত কোনও অসুবিধা হবে না, করে নেব। শ্যুটিং সেরে বাড়ি ফিরে পড়াশোনা করতাম।' ছবি: ফেসবুক
'কিন্তু ১৪ ঘণ্টা তো কম নয়। বাড়ি এসে রোজ সেই এনার্জি থাকে না। ফলে ছুটির দিনে পড়াশোনা করি। এখন যেটা করি যে বেশিরভাগটা শুনি।' ছবি: ফেসবুক
পড়াশোনা বা কেরিয়ার, ক্রমাগত সাপোর্ট পেয়েছেন বাড়ির। শুনে শুনে পড়েন কীভাবে? অভিনেত্রী জানাচ্ছেন, কখনও রেকর্ডিং আবার কখনও তাঁর বাবা এক একটা চ্যাপ্টার গল্পের মতো পড়ে শোনান। ছবি: ফেসবুক
আরাত্রিকার কথায়, 'শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি এমনও একাধিক দিন হয়েছে। আর তাছাড়া স্টুডিওতেও বই নিয়ে যাই, ফাঁকা সময় পড়ার জন্য।' ছবি: ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -