'Ram Krishnaa': সুখের জীবন বেশিদিন স্থায়ী হল না রাম ও কৃষ্ণার? ফের কোন নতুন বিপদের আশঙ্কা?
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় এবার কোন দিকে মোড় নেবে গল্প? রাম ও কৃষ্ণার জীবনে কি এবার নতুন কোনও ঝড় বয়ে আসতে চলেছে? কোন আশঙ্কার মেঘ দেখছে তারা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকথায় আছে, সুখ ও আনন্দ আসে ক্ষণিকের অতিথি হয়ে। তাই দুঃসময়ের রূপ নিয়ে আবার ফিরে এল রোহিনী। জামিন নিয়ে সে সরাসরি ঢুকে গেল কৃষ্ণাদের বাড়িতে।
বহু কাগজপত্রের মধ্যে দিন কাটছে তার, এমন এক ভাব যেন বড়সড় কোনও কাণ্ড ঘটাতে চলেছে সে। ঠিক কী করতে চাইছে রোহিনী এবার?
কিছুদিন আগেই রাম আর কৃষ্ণা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পেরেছে নিজেদের বাড়িতে।
দু'জনেই একই অফিসে কাজ করে, 'ছায়া আর্কিটেক্টস' যা এখন বিক্রি হয়ে গেছে। সেই সঙ্গে তাদের বস, রক স্যার ঘোষণা করেছেন যে ব্যবসার নতুন মালিক শীঘ্রই তাদের সঙ্গে দেখা করবে।
দেখতে দেখতে সেই দিনও চলে আসে। অফিসে সকলে মিলে স্বাগত জানাতে তৈরি হয় তাদের নতুন মালিক, নতুন সদস্যকে।
কিন্তু সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়ায় রোহিনী। সেই এখন সংস্থার নতুন মালিক। কী ব্যাপার?
গোটা ঘটনায় রাম আর কৃষ্ণা হতভম্ব হয়ে যায়। রোহিনী যে আর কেউ নয়, সে কৃষ্ণার জন্মদাত্রী মা এবং তার জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী!
কৃষ্ণার পরিবারসহ সবাই এই নতুন সত্যিটা জানতে পেরে হতবাক হয়ে যায়। অন্যদিকে নারায়ণ, সে রীতিমতো শিউরে ওঠে রাম আর কৃষ্ণার জীবনে আসা নতুন আশঙ্কা নিয়ে।
রোহিনীর আগমনে, রাম এবং কৃষ্ণার জীবনে কোন নতুন সমস্যা আসবে? এরপর কী হবে তা জানতে দেখতে হবে 'রাম কৃষ্ণা', প্রতিদিন বিকেল সাড়ে ৭ টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -