'Sohag Chand': 'সোহাগ চাঁদ' পূর্ণ করল ৫০০ পর্ব, শ্যুটিং সেটেই হল জমাটি উদযাপন
আরও এক নতুন মাইলফলক পার করল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। দেখতে এই জনপ্রিয় শো পার করে ফেলল ৫০০ পর্ব। ২০২২ সালের ২৮ নভেম্বর শুরু করে এই শো পথচলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই ভিন্ন ধরনের মানুষের একে অপরের কাছে আসার গল্প, তাদের একসঙ্গে পথচলার গল্প বলে এই ধারাবাহিক। অবশ্যই, তারা সোহাগ ও চাঁদ। সেই সঙ্গে একাধিক সামাজিক বিষয় তুলে ধরা হয় এই ধারাবাহিকে।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে 'সোহাগ চাঁদ' টিম এক বিশেষ আয়োজন করেছিল। ধারাবাহিকের পুরো স্টারকাস্ট হাজির হন সেটে।
হৈ হৈ করে কাটা হয় কেক, একে অপরের মুখে কেক তুলে দেওয়ার মাঝেই খুনসুটি, সবটাই ধরা পড়ল ক্যামেরায়।
এদিন পুরো টিম একসঙ্গেই সারেন দুপুরের খাওয়া দাওয়া। আনন্দের আবহাওয়া ছিল এদিন 'সোহাগ চাঁদ'-এর সেটে।
সোহাগের চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করেন অন্বেষা রায় মুখোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বীর শর্মাকে দেখা যায় চাঁদের চরিত্রে।
এছাড়াও ধারাবাহিকে ভরত কল, সমতা দাস, অনুরাধা মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে।
সোহাগের বাবা তপন এক দুর্নীতি কাণ্ডের শিকার হয়। সারা জীবনের পুঁজি হারিয়ে প্রায় সর্বহারা অবস্থা এখন তার। এই ধাক্কা সামলাতে না পেরে, গুরুতর হৃদরোগে আক্রান্ত হয় সোহাগের বাবা। এই সময় পরিবারের পাশে এসে দাঁড়ায় সোহাগ, এক নতুন রূপে।
ব্যাঙ্কের চাকরি হারিয়ে সোহাগও এখন কর্মহীন। তাহলে কীভাবে সে নেবে পরিবারের দায়িত্ব? নিজের 'বডি পসিটিভিটি'কে হাতিয়ার করে এবার সোহাগ হবে 'বাউন্সার'।
কিন্তু বাউন্সারদের কাজের ক্ষেত্রে মূলত পুরুষদেরই আধিপত্য। সোহাগের এই রূপ দেখে চাঁদের মাথায় হাত! 'বাউন্সার সোহাগ' কি পারবে বাজিমাত করতে? এরপর কী হবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -