Bengali Serial Jagadhatri: বদলে যাবে ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র গল্পের মোড়? আদৌ খুশি হচ্ছেন দর্শক?
ধারাবাহিক 'জগদ্ধাত্রী' (Jagadhatri)-তে আসতে চলেছে নতুন মোড়। আপাতত বাড়িতে সবাই ব্যস্ত গরিমার বিয়ে নিয়ে। নাচে-গানে জমজমাট উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে, নিজের কেস নিয়ে ব্যস্ত জগদ্ধাত্রী ওরফে জ্যাজ সান্যালও। স্বামী-স্ত্রীর জোড়া খুনের তদন্ত করছে সে। তবে সেই সঙ্গে তাঁর নিজের ব্যক্তিগত জীবনেও কী আসতে চলেছে এক বিশাল পরিবর্তন?
আজ জি বাংলায় সম্প্রচারিত হবে 'জগদ্ধাত্রী'-র বিশেষ এপিসোড। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার প্রোমো।
জোড়া খুনের তদন্তে ব্যস্ত থাকলেও, বাড়ির অনুষ্ঠানেও সমানভাবে সামিল জগদ্ধাত্রী। গরিমার বিয়ে উপলক্ষ্যে জমজমাট গোটা মুখোপাধ্যায় পরিবার।
মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীত.. সমস্ত অনুষ্ঠানই পালন হচ্ছে জমজমাটভাবে। কিন্তু হঠাৎই বিয়ে বাড়িতে ঘটে যায় বিপত্তি।
কেস সংক্রান্ত একটি বিষয়ে হঠাৎ একেবারে জগদ্ধাত্রীর বাড়িতে এসেই হাজির হয় এক দুর্বৃত্ত। জ্যাজকে লক্ষ্য করে গুলি চালায় সে। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে বিয়ের কনে গরিমার।
সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। একদিকে গরিমার বিয়ে যখন প্রশ্নের মুখে, তখন হঠাৎ জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে গিয়ে ধরে স্বয়ম্ভূ। কিন্তু হঠাৎ তার কী হল?
এই পর্যন্ত প্রোমোতে দেখানো হয়েছে। ইঙ্গিত দেওয়া হয়েছে, জগদ্ধাত্রীর জীবনেও বদল ঘটতে চলেছে, আসতে চলেছে একটা সুখবর। এই প্রোমো দেখে অনুরাগীরা অনেকেই প্রত্যাশা করছেন, জগদ্ধাত্রী অন্তঃসত্ত্বা। তার ও স্বয়ম্ভূর মধ্যে আসতে চলেছে নতুন অতিথি।
ধারাবাহিকের নতুন এই মোড়ে খুশি অনেকেই। যদি এই আন্দাজ সত্যি হয়, তাহলে প্রত্যাশা করা যায় একজন কর্মরত মায়ের ভূমিকাতেই দেখানো হবে জগদ্ধাত্রীকে। ফলে অনেক নতুন চ্যালেঞ্জ ও নতুন মোড় আসতে চলেছে ধারাবাহিকে।
যদিও নেটিজেনদের একাংশ বলছেন, এতে একটু স্লথ হতে পারে ধারাবাহিকের গতি। গোয়েন্দা গল্প যে ধারাবাহিকে দেখানো হয়, সেখানে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়া ও সেই নিয়ে গল্প এগিয়ে নিয়ে যাওয়াকে অনেকেই অনর্থক বলে মনে করছেন।
চিরাচরিত গল্প না দেখিয়ে এই ধারাবাহিকে থ্রিলার বেশ কিছু কেস দেখানো হয়। তবে সমস্ত উত্তর মিলবে ছোটপর্দাতেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -