Shahshank Singh: নিলামে ভুলবশত তাঁকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস, সেই শশাঙ্কই দলের জয়ের নায়ক
তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ৭০ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল পাঞ্জাব কিংস। সেই পরিস্থিতি থেকে অনবদ্য এক ইনিংসে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দেন শশাঙ্ক সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।
তবে এই শশাঙ্ককে নিলামে ভুলবশত কেনার পর দলে নিতে কার্যত অস্বীকারই করেছিল পাঞ্জাব কর্তৃপক্ষ।
পাঞ্জাব যদিও বারংবার তারপর থেকে দাবি করেছে যে ভুলবশত নয়, শশাঙ্ক পাঞ্জাবের পরিকল্পনাতে ছিলেনই। তাও তাতে বিতর্ক কমেনি।
৩২ বছর বয়সি ছত্তীসগঢ় ব্যাটারের সফরটা কিন্তু একেবারেই মসৃণ ছিল না।
আইপিএল শুরুর সফরটাও তেমনই ছিল। প্রথম ম্যাচেই শূন্য রানে আউট হন শশাঙ্ককে। কিন্তু তারপরেই ঘুরে দাঁড়ানোর সফর শুরু।
আরসিবির বিরুদ্ধে শশাঙ্কের ২১ রানের ছোট্ট ইনিংস বেশ নজর কেড়েছিল। গুজরাতের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে তিনি নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন।
শশাঙ্ক কিন্তু ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। বর্তমানে ছত্তীসগঢ়ের হয়ে খেললেও, অতীতে মুম্বই, পুদুচেরির হয়েও তাকে খেলতে দেথা গিয়েছে
৫৫টি বিশ ওভারের ম্যাচে শশাঙ্কের মোট সংগ্রহ ৭২৪ রান।
আইপিএলিও তিনি এর আগে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলেছেন তিনি। দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। এবার পাঞ্জাবের হয়ে মেগা টুর্নামেন্টে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন অলরাউন্ডার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -