'Pherari Mon': দেখতে দেখতে ১ বছর পার 'ফেরারি মন' ধারাবাহিকের, সেটেই হল বিশেষ উদযাপন
সাফল্যের এক বছর পার। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পূর্ণ করল একটা গোটা বছর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭ নভেম্বর, ২০২২ সালে শুরু হয় এই ধারাবাহিকের পথচলা। ভিন্ন ধরনের দুই মানুষ, অগ্নি ও তুলসির পথচলার এক বছর পার।
বিশেষ দিন তো বটেই। আর এই বিশেষ দিনকে আরও খানিকটা স্পেশাল করতে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী, তুলসি, পরিবেশন করলেন একটি 'একক নৃত্য'। উদযাপনের মুড তৈরির জন্য যা ছিল একেবারে পারফেক্ট।
এরপর ছিল গোটা ৩৬৫ দিনের সফরের একটি ভিজ্যুয়াল ঝলক। কেক কেটে হল সেলিব্রেশন।
এই ধারাবাহিক মূলত দুই একেবারে ভিন্ন সমাজ থেকে আসা নারী ও পুরুষের গল্প বলে। অগ্নি, বড়লোক বাড়ির ছেলে, যার কাছে কোনটা ঠিক কোনটা ভুল, তার কোনও সঠিক ধারণা নেই। কারণ চিরকাল সে না চাইতেই পেয়ে এসেছে সবকিছু, খুব সহজেই।
আর ঠিক একেবারে উল্টো হচ্ছে তুলসির চরিত্র। তার জীবনে নিজের নিয়ম আছে, অত্যন্ত কঠিন তার ব্যক্তিত্ব। ছোট থেকেই যা ঠিক সে তার পক্ষেই দাঁড়ায়, যতই বাধা আসুক না কেন।
কলেজে এসেছে একে অপরের মুখোমুখি হয় তুলসি ও অগ্নি। স্বাভাবিকভাবেই তারা একেবারে উল্টো সমাজ থেকে আসার ফলে, তৈরি হয় দ্বন্দ্ব।
ধারাবাহিকেও এখন উৎসবের আমেজ। এগিয়ে আসছে দুর্গা পুজো। সেই আবহে নতুন ষড়যন্ত্র জট বাঁধছে রায় বর্মন বাড়িতে।
তুলসি বুঝতে পারে যে এক বিশাল ফন্দির শিকার সে যখন পরমা তাকে দুর্গা প্রতিমা বিশাল কাঠামোর পিছনে বেঁধে দেয়। কী রয়েছে তুলসির কপালে?
এখানেই শেষ নয়। সমস্যা আরও ঘনীভূত হয় যখন পরমা সিদ্ধান্ত নেয় ওই অবস্থায় প্রতিমা বিসর্জন দেওয়ার। অবশ্যই সে কেবল মা দুর্গাকে নয়, তার সঙ্গে তুলসিকেও জলে ডুবিয়ে দিতে চায়।
দুষ্ট ও শিষ্টের মধ্যে লড়াই আরও বাড়তে থাকে এবং 'ফেরারি মন' ধারাবাহিকে একের পর এক আকর্ষণীয় ট্যুইস্ট আসতে চলেছে। এরপর কী হল জানতে নজর অবশ্যই রাখতে হবে প্রত্যেকদিন সাড়ে ৬টায়, কালার্স বাংলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -