'Ram Krishnaa': রামের দিকে নতুন কোন চ্যালেঞ্জ ছুড়ে দেবে কৃষ্ণা? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?

Ram Krishnaa Update: কৃষ্ণা অফিসে রামকে বিপদে ফেলার জন্য অফিস বয়ের সঙ্গে হাত মিলিয়ে তার গায়ে কফি ফেলে। রেস্টরুমে রামের নজর এড়িয়ে তার জামাকাপড় চুরি করে নেয়।

রাম কৃষ্ণা

1/10
বাঙালির অন্যতম পছন্দের ধারাবাহিক কালার্স বাংলার 'রাম কৃষ্ণা'। কোন দিকে মোড় নিচ্ছে ধারাবাহিকের গল্প?
2/10
কৃষ্ণা ইচ্ছা করেই রামেপ হেলমেট ফেলে দেয় এবং পুলিশকে ডেকে বলে যে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে রাম। ফলে তাকে ধরে পুলিশ। কিছুই বুঝে উঠতে পারে না রাম।
3/10
কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই রামকে নাজেহাল করার প্রতিজ্ঞা নেয় কৃষ্ণা। নিজের পক্ষে একটি দলও তৈরি করে। ম্যানেজারের কাছে রামের নাম খারাপ করে।
4/10
কৃষ্ণা তার সহকর্মীদের বলে সে কাজে যোগ দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। রক স্যার রামের ওপর চিৎকার করেন। এবং তাদের প্রজেক্ট লিডার সুনীল, রামকে বলে অফিসে টিকতে হলে সে যেন নিজের আচার ব্যবহারের ওপর নজর দেয়।
5/10
এখানেই শেষ নয়। কৃষ্ণা অফিসে রামকে বিপদে ফেলার জন্য অফিস বয়ের সঙ্গে হাত মিলিয়ে তার গায়ে কফি ফেলে। রেস্টরুমে রামের নজর এড়িয়ে তার জামাকাপড় চুরি করে নেয়।
6/10
এরই মধ্যে অফিসকর্মী এসে রামকে খবর দেয় যে রক স্যার তার জন্য মিটিংয়ে অপেক্ষা করছেন। তখনই সকলকে চমকে দিয়ে পুরোহিতের বেশে প্রবেশ করে রাম।
7/10
হতবাক হয়ে যায় কৃষ্ণাও। রামের সব কাপড় ডাস্টবিনে ফেলে দেওয়ার পরও কীভাবে পোশাক পেল রাম? ভাবতে থাকে কৃষ্ণা। অথচ এই রামই মন গলিয়ে ফেলে রক স্যারের।
8/10
সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিক রামের অদম্য আত্মা এবং জীবনে তার দৃঢ় নীতি। এসবই তাকে জীবনের পথ দেখায়।
9/10
এই গল্পে রাম এক পুরোহিতের পরিবারের ছেলে। পৌরহিত্যে স্নাতক পাস করেছেন তিনি। সবসময় যাইই সে করেছে তাতে প্রথম হয়ে এসেছে। রাম সকলের প্রিয়।
10/10
সে পরিবারপ্রেমী এবং পরিবারকে জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে। কৃষ্ণার বাড়িতে সে একবার পুজো করে এবং নিজের অজান্তেই কৃষ্ণার জীবনে পরিবর্তন আনে। তাদের দুনিয়া একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার পর থেকেই কৃষ্ণা রামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে।
Sponsored Links by Taboola