Pherari Mon: তুলসির প্রাণ বাঁচাতে কোন রহস্যময়ী মহিলার প্রবেশ 'ফেরারি মন' ধারাবাহিকে?

Daily Serial Update: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফেরারি মন-এ টানটান উত্তেজনা। কোন দিকে মোড় নিয়েছে গল্প? তুলসিকে ফাঁদে ফেলতে কোন নতুন ষড়যন্ত্র পরমার?

ফেরারি মন

1/10
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'। সেখানে এখন টানটান উত্তেজনা। কোন দিকে মোড় নিয়েছে গল্প?
2/10
ফের বিপদে হৃষিকেশ। পরমা ফের প্রাণহানিকর হুমকি দিয়েছে তাকে।
3/10
অন্যদিকে সময় যে নদীর স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে, তা বুঝতে পেরে তুলসি আরও প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আসল দোষীকে সে খুঁজে বের করবেই।
4/10
রমেশের কোয়ার্টারে তল্লাশি করতে গিয়ে তুলসি এক গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়, এক মানসিক ইনস্টিটিউশনের ঠিকানা।
5/10
এমন অবস্থায়, অর্জুনের সাহায্যে, দ্রুততার সঙ্গে তুলসি এই ইনস্টিটিউশন খোঁজার সফরে বেরিয়ে পড়ে।
6/10
মালিনীকে খুঁজে বের করার সিদ্ধান্তে অটল তুলসি, অন্যদিকে পরমা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে সত্যিটা কোনওভাবেই সামনে না আসে।
7/10
পরমা তুলসীকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখার জন্য তার লোক পাঠায়, সেখানেই তুলসিকে প্রাণে মেরে ফেলতে চায় সে। কিন্তু এখানেই ঘটনার চাঞ্চল্যকর মোড়।
8/10
এক রহস্যময়ী নারী সেই দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ভিতর থেকে অজ্ঞান অবস্থায় তুলসিকে উদ্ধার করে। তুলসিকে মৃত্যুর হাত থেকে বাঁচাল কে?
9/10
কে এই অচেনা মহিলা? সব উত্তর জানতে নজর রাখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে, কালার্স বাংলায়, প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
10/10
প্রসঙ্গত কিছুদিন আগেই এই ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র। অগ্নির পিসি সাগরিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী রাত্রি ঘটককে।
Sponsored Links by Taboola