New Serial Update: 'যোগমায়া' আসছে দুর্নীতিমুক্ত সমাজ তৈরির স্বপ্নপূরণ করতে, ১১ মার্চ থেকে
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'যোগমায়া'। সোমবার, ১১ মার্চ থেকে শুরু হবে এক নারীর আরও ভাল জীবন গড়ার লক্ষ্যে লড়াইয়ের গল্প।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহা অমনদীপ, সৈয়দ আরেফিনকে দেখা যাবে মুখ্য দুই চরিত্রে। এছাড়া রয়েছেন অনন্যা, চাঁদনি মুখোপাধ্যায়, মিমি দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
বস্তির বাসিন্দা এক মেয়ের গল্প বলবে এই ধারাবাহিক যে এমন এক জীবন গড়ার স্বপ্ন দেখার সাহস করে যেখানে সে পাবে তার প্রাপ্য সম্মান।
নিজের আশেপাশের মানুষজনেদের জীবন আরও একটু ভাল বা উন্নত করার স্বপ্ন দেখে যোগমায়া। যে সমাজে সে লড়াই করতে পারবে দুর্নীতির সঙ্গে, এবং আরও নানা ধরনের অসাম্যের সঙ্গে।
যোগমায়ার ব্যক্তিগত যাত্রা, যা ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রের সমৃদ্ধ পরিবারের সদস্যদের সঙ্গে সমস্ত অসঙ্গতি এবং পার্থক্য জয় করার পরে তাদের জয় করার গল্প বলবে এই ধারাবাহিক।
ধারাবাহিকে এক গরিব রিক্সাচালকের মেয়ে যোগমায়া। সারা জীবন প্রবল পরিমাণে দারিদ্রের চিত্র দেখেছে সে, জীবনের প্রতি পদে ধনীদের সঙ্গে নিজেদের জীবনযাত্রার পার্থক্য দেখেছে।
সৎ এবং যে কোনও পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়াশীল, যোগমায়া উচ্চাকাঙ্খী। সে কোনও বাজে কথায় কান দেয় না, পরোয়াও করে না। যোগমায়া অদম্য।
অন্যদিকে ধারাবাহিকের নায়ক রেহান চট্টোপাধ্যায়। সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান যেখানে সকলেই ডাক্তার এবং তাদের নিজেদের হাসপাতালও রয়েছে।
কিন্তু রেহান নিজে ডাক্তারি পড়তে চায়নি, এই একই পেশায় নাম লেখাতে চায়নি। সে সঙ্গীতশিল্পী হতে চায়। অত্যন্ত নম্র ও আবেগঘন রেহান। সে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে, উপকার করতে চায়।
ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব সামলেছেন স্নেহাশিস চক্রবর্তী। চিত্রনাট্য ও সঙ্গীত পরিচালনাও তাঁরই। প্রত্যেকদিন সন্ধ্যা ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -