Daily Serial Update: মন্দারমণির সমুদ্র সৈকতে শ্যুটিংয়ে ব্যস্ত টিম 'কার কাছে কই মনের কথা'
বাংলা বিনোদন চ্যানেল জি বাংলার জনপ্রিয় 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের শ্যুটিং ফ্লোর এবার সমুদ্র সৈকতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমন্দারমণিতে চলছে ধারাবাহিকের শ্যুটিং। গল্প অনুযায়ী, পাড়ার বন্ধুদের সঙ্গে শিমুল সমুদ্রের ধারে বেড়াতে গেছে। শিমুলের চরিত্রে মানালি অভিনয় করছেন।
শিমুলের সঙ্গে ঘুরতে এসেছে তার ননদও। শ্বশুরবাড়ির কড়া শাসন পেরিয়ে, শাশুড়িকে জানিয়ে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করিয়ে তারা ঘুরতে এসেছে বটে।
ঘুরতে গিয়ে এক অঘটন। হঠাৎই শিমুলের বান্ধবী সুচরিতার মেয়ের দুর্ঘটনা ঘটে। এই চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
সমুদ্রের পাড়ে বসে বালির বাড়ি তৈরি করছিল সে। হঠাৎই দেখা যায় সমুদ্রে ডুবে যাচ্ছে সে। যা হোক করে বাঁচানো হয় তাকে।
তাকে সুস্থ করার জন্য সকলে মিলে প্রাণপণ সাহায্য প্রার্থনা করতে থাকে। সকলে যখন সাহায্যের আশায় ছোটাছুটি করছে তখনই সুচরিতার মাথায় ভেঙে পড়ে আরও এক বাজ।
এই কঠিন পরিস্থিতিতে তাদের সকলের দেখা হয় সুচরিতার বরের সঙ্গে। সেও এসেছে মন্দারমণিতে কিন্তু সঙ্গী তার প্রেমিকা। এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋ-কে।
সমুদ্রের পাড়ে শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন? সুচরিতা ওরফে বাসবদত্তার কথায়, 'এমনিতে খুব ভালই লাগছে। এসেছি সকলে মিলে। কিন্তু এত রোদ, মাথা পুরো ধরে গেছে। এখনও সিন বাকি রয়েছে, নাচ গান আছে।'
স্নেহার কথায়, 'এই যে বেড়ানো থেকে ফেরত যাবে সকলে, তারপর তো একটা দামামা বাজবেই। সেটার জন্য অপেক্ষা করতে হবে। তবে এই যে আউটডোর শ্যুট করতে এলে মজা হয়। সমুদ্র হোক বা পাহাড়, আসা মানেই মন ভাল হয় সঙ্গে কাজও হয়।'
বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে কেমন লাগছে মানালির? অভিনেত্রীর সপাট জবাব, 'এটা ভেকেশন? ভোর পাঁচটায় কল টাইম ছিল। আমরা তো শ্যুটিং করছি। কাছাকাছি সমুদ্রই পড়ে, পাহাড় যেতে আসতে সময় লাগবে, তাই এই জায়গাটাই বেছে নিলাম।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -