Khelna Bari: প্রেমের শ্রাবণে ভিজবে মিতুল-ইন্দ্র? 'খেলনাবাড়ি' ধারাবাহিকে নয়া মোড়
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'খেলনাবাড়ি'র গল্প নিতে চলেছে নয়া মোড়। প্রেমের জোয়ারে ভাসতে চলেছে মিতুল। ব্যাপারটা ঠিক কী?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধারাবাহিকের শুরুতেই দেখা গিয়েছিল মিতুল ও ইন্দ্রের বিশেষ বনিবনা হয় না। প্রোমোতেই তাঁদের রেষারেষির প্রসঙ্গ দেখানো হয়েছিল। তবে এবার সেই গল্পই অন্যদিকে ঘুরতে চলেছে।
প্রেমে পড়বে মিতুল। তাও আবার ইন্দ্রর। এমনই দেখানো হবে 'খেলনাবাড়ি'র আগামী বিশেষ পর্বে।
মাঝরাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে সঙ্গে নিজের হাতের বড় ব্যাগ মিতুলের মাথায় ধরে তাঁকে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা ইন্দ্রর।
ইন্দ্রর এই আত্মত্যাগ ও রক্ষা করার ভঙ্গি দেখে গলে যায় মিতুল। নিজের অজান্তেই সে ইন্দ্রর প্রেমে পড়ে।
অন্যদিকে অঝোর ধারার বৃষ্টিতে প্রাণখুলে ভিজতে শুরু করে মিতুল। সে ইন্দ্রকেও নিজের খোলস ছেড়ে বেরোতে জোর করে। জীবনটাকে উপভোগ করতে বলে।
যদিও মিতুলের এই মনোভাবে পরিবর্তন সম্পর্কে ইন্দ্র একেবারেই অবহিত নয়। কিন্তু যখন সে বুঝতে পারবে, তখন কী হবে?
এই গল্প এক পুতুলের সংসার নিয়ে। নামটাও মানানসই.. খেলনাবাড়ি। পুতুল বানিয়ে সংসার চালানো দুটি মেয়ের গল্প, তাদের একজন যুবতী হলেও অপরজন নেহাত একরত্তি।
১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল। সে সিদ্ধান্ত নেয়, বাবার কাজকেই এগিয়ে নিয়ে যাবে সে।
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। নায়কের ভূমিকায় বিশ্বজিৎ ঘোষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -