'Pherari Mon': 'ফেরারি মন' ধারাবাহিকে দ্বৈত চরিত্রে নায়ক, আসছে নতুন দুই চরিত্র
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ এবার নতুন দুই চরিত্রের আগমন। তুলসির জীবনে আসতে চলেছে ভোলা ও গৌরী। ধারাবাহিকের নায়ক, বিপুল পাত্রকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। কোন দিকে বাঁক নেবে গল্প?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধারাবাহিকে নায়ক অর্থাৎ অগ্নির চরিত্রে অভিনয় করেন বিপুল পাত্র। এবার তাঁকেই দেখা যাবে ভোলার চরিত্রে। এছাড়া ধারাবাহিকে নতুন আগমন হবে আঁখি ঘোষের, যাঁকে দেখা যাবে গৌরীর চরিত্রে।
দেখতে তাকে হবহু অগ্নির মতো, তবে আদবকায়দায় একদমই ভিন্ন। মেদিনীপুরের গ্রামের মানুষ ভোলা। আদ্যোপান্ত সাদাসিধে, সদাহাস্য, সরল মনের মানুষ। তার খামখেয়ালিপনায় কখনও সে নিজেই সমস্যায় পড়ে যায়, কখনও আবার হয়ে ওঠে গ্রামের মানুষদের কাছে হাসির পাত্র।
কিন্তু যে কোনও কাজ করতে ভোলা সর্বদা প্রস্তুত। পরিবার বলতে আছে তার ঠাকুমা, যার কথা ভোলা বেদবাক্যের মতো মেনে চলে। কিন্তু এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে এখন ভোলার জীবনে। তার বাপ-ঠাকুর্দার থেকে পাওয়া এক টুকরো জমি, এবার বোধ হয় তাকে উন্নয়নের জন্য সরকারকে ছেড়ে দিতে হবে।
ঠাকুমা বলেছে যে করেই হোক জমি বাঁচাতে হবে। ভোলা পঞ্চায়েত থেকে তেমন সুরাহা না পেয়ে, শহরে আসে বড় অফিসারদের দরজায় সুরাহা খুঁজতে। কিন্তু বড় শহরের রাস্তা, বাস, ট্রাম দেখে ঘাবড়ে যায় সে।
দুর্ভাগ্যবশত, তার সারল্যই সব থেকে বড় শত্রু হয়ে ওঠে তার। একই রাতে তার সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। অসহায় ভোলা ছোটে মায়ের মন্দিরে বিপদ থেকে উদ্ধার পেতে।
ঘটনাক্রমে তুলসি সেই মন্দিরেই আসে, অগ্নি হত্যার সমাধানের জন্য প্রার্থনা করতে। এ কি নিছক কাকতালীয় ঘটনা? নাকি কোনও দৈব শক্তি ভোলাকে নিয়ে যাচ্ছে তুলসির দিকে?
তবে এখানেই শেষ নয়। আগামীদিনে আসতে পারে এক নতুন বাধা। গৌরী আর ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে গৌরী ভোলার বাগদত্তা। দু'জনের ঠাকুর্দা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল।
তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী। মেয়েটি বাইরে থেকে বেশ রুক্ষ এবং কঠিন প্রকৃতির হলেও সে আসলে সহজ, সরল। তার একটাই 'দোষ', সে ভীষণ ঠোঁটকাটা। গৌরীর বাস্তব বুদ্ধি ভীষণ প্রখর। অতএব, ভোলার দিদাও মনে করেন যে গৌরী ভোলার জন্য একদম উপযুক্ত পাত্রী।
অন্যদিকে ভোলা আবার গৌরীকে বেশ ভয় পায়, পারলে তাকে এড়িয়ে চলে। তুলসি-ভোলা-আঁখি, ভাগ্য এই তিনজনকে কোন দিকে নিয়ে যাবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -