'Pherari Mon': সমস্যার সমাধান খুঁজতে শহরে এসে আরও বিপদে ভোলা, 'ফেরারি মন' ধারাবাহিকের গল্পে নতুন মোড়

Daily Serial Update: এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে ভোলার জীবনে। তার বাপ ঠাকুর্দার থেকে পাওয়া এক টুকরো জমিটা নাকি এবার উন্নয়নের জন্য ছেড়ে দিতে হবে। উপায় খুঁজতে শহরে এসে আরও বিপদ বাড়ে তার।

'ফেরারি মন'

1/10
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'। সেখানে এখন ভোলার আগমন ঘটেছে। কিন্তু তাঁকে দেখে কেন বারবার অগ্নির কথা মনে পড়ে তুলসির? কোন দিকে ঘুরছে ধারাবাহিকের গল্প?
2/10
এক নতুন বিপদ এসে দাঁড়িয়েছে ভোলার জীবনে। তার বাপ ঠাকুর্দার থেকে পাওয়া এক টুকরো জমিটা নাকি এবার উন্নয়নের জন্য ছেড়ে দিতে হবে।
3/10
ভোলা পঞ্চায়েত থেকে তেমন সুরাহা না পেয়ে, শহরে আসে বড় অফিসারদের দরজায় সমস্যার সমাধান খুঁজতে।
4/10
কিন্তু দুর্ভাগ্য যে এত সহজে পিছু ছাড়ে না ভোলার। শহরে এসে তার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যায়।
5/10
অবশেষে কোনওরকমে ভোলা এসে পৌঁছয় তুলসির অফিসে। সেখানে তাকে দেখতে পেয়ে তুলসি পুরো হতভম্ব হয়ে যায়, তাকে যে অবিকল তার স্বামী অগ্নির মতো দেখতে!
6/10
তুলসি ভোলাকে খুঁজতে শুরু করে অগ্নি মনে করে। কিন্তু ভুল বোঝে ভোলা, বড় ম্যাডামকে ভয় পেয়ে সে পালিয়ে যায় সোজা গ্রামে।
7/10
তুলসি তাকে খুঁজতে খুঁজতে অবশেষে মেদিনীপুরের এক গ্রামে এসে পৌঁছয়। কিন্তু বড় ম্যাডামকে দেখেই ভোলা কখনও গাছে উঠে পড়ে, কখনও পাগলের মতো দৌড়ে পালায়।
8/10
অবশেষে তুলসি ভোলার বাড়ি খুঁজে পায় এবং তার দেখা হয় ভোলার ঠাকুমার সঙ্গে। ঠাকুমার সঙ্গে দেখা করে তুলসি কি অবশেষে বুঝতে পারবে যে ওই ছেলেটি অগ্নি নয়, সে ভোলা?
9/10
আগেই ধারাবাহিকে ভোলা চরিত্রের আগমনের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে গৌরী চরিত্রেরও ঘোষণা হয়। গৌরী আর ভোলা একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে গৌরী ভোলার বাগদত্তা।
10/10
দু'জনের ঠাকুর্দা আগে থেকেই তাদের বিয়ে ঠিক করে রেখেছিল। তাই গৌরী মনে করে যে ভোলাই তার স্বামী। কীভাবে তার আগমন ধারাবাহিক 'ফেরারি মন'-এর গল্পকে প্রভাবিত করে সেটাই দেখার।
Sponsored Links by Taboola