'Pherari Mon': এবার ফাঁস হবে পরমার অতীতের কীর্তি! কী পরিকল্পনা তুলসির?
Daily Serial Update: বিবাহবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানের সময়ে, পরমার দুষ্কর্মের ফলাফলের মুখোমুখি তাঁকে হতেই হত। রায়বর্মন পরিবারে পুনরায় নিজের জায়গা পাকা করতে পরমা কী করবে?
ফেরারি মন
1/10
কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এখন আক্ষরিক অর্থেই 'নাটকীয়' মোড়।
2/10
'ফেরারি মন' ধারাবাহিকে পরমার পুরনো ক্রিয়াকলাপের নাটকীয় রূপ মঞ্চস্থ করে দেখাতে শুরু করে তুলসি (tulsi)। ফলে ধীরে ধীরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।
3/10
রায়বর্মন বাড়িতে পরমা (Parama) ও হৃষিকেশ তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে তৈরি হচ্ছেন।
4/10
এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য তুলসি একটি অনুষ্ঠানের আয়োজন করে যা পরমার পুরনো ভুলগুলো নিয়ে তৈরি, বিশেষত যখন সে মালিনীর ক্ষতি করার চেষ্টা করে।
5/10
যতই সেই দিন এগিয়ে আসতে থাকে ততই বাতাসে উত্তেজনার পারদ মিশতে থাকে।
6/10
মালিনী, যার স্মৃতিশক্তি লোপ পাওয়ায় পুরনো কিছু মনে নেই, সেও ধীরে ধীরে অতীতের কথা মনে করতে শুরু করে। এই অপ্রত্যাশিত ঘটনার ফলে গল্পে নয়া স্তর যুক্ত হয়।
7/10
বিবাহবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানের সময়ে, পরমার দুষ্কর্মের ফলাফলের মুখোমুখি তাঁকে হতেই হত।
8/10
রায়বর্মন পরিবারে পুনরায় নিজের জায়গা পাকা করতে পরমা কি নিজের ভুলগুলো স্বীকার করে নেবে নাকি আবারও নিজের বুদ্ধি খাটিয়ে অন্য কোনও পন্থা বের করবে?
9/10
কী ঘটবে এরপর? জানতে হলে নজর রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ।
10/10
কিছুদিন আগেই তুলসিকে প্রাণে মেরে ফেলতে চায় পরমা। তাকে বাঁচায় এক রহস্যময়ী নারী।
Published at : 18 Jan 2024 06:04 PM (IST)