Sohag Chand: সমাজের চোখরাঙানি উপেক্ষা করে মার্জার-সরণীতে 'প্লাস সাইজ' সোহাগ, পারবে জিততে?
প্রতীক্ষার অবসান। 'বডি পজিটিভিটি' নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টায় 'কালার্স বাংলা'র জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ দেখা যাবে বিশেষ ফ্যাশন শো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিযোগীদের 'ওয়েস্টার্ন' পোশাকে দেখা যাবে। ধারাবাহিকে যে ফ্যাশন শো দেখানো হবে তা সাধারণ যেকোনও বিউটি কনটেস্টের থেকে একেবারে আলাদা, দৃষ্টান্ত বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাশন নিয়ে প্রচলিত সমস্ত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে 'প্লাস সাইজ'-এর সোহাগ।
ওয়েস্টার্ন ওয়্যার পরার রাউন্ডে প্রতিযোগীদের ঝলমলে দেখায় যদিও সবকিছুর ওপরে কমনীয়তা সর্বোচ্চ রাজত্ব করে। যদিও আসল পরীক্ষা অপেক্ষা করছে দ্বিতীয় রাউন্ডে।
সোহাগের অপরিমেয় আত্মবিশ্বাস কি সমস্ত সামাজিক বেড়াজাল ভেঙে দিতে পারবে? সমাজের কাছে সৌন্দর্য্য, বয়সের গণ্ডি, গায়ের রং, উচ্চতা বা রোগা-মোটা হওয়া নিয়ে সংজ্ঞা রয়েছে তার বদল ঘটাতে পারবে সোহাগ?
তবে ধারাবাহিকে যে ফ্যাশন শো দেখানো হবে তা দুর্দান্ত, দুর্ধর্ষ, চোখ ধাঁধানো হতে চলেছে বলেই দাবি নির্মাতাদের। এই শোয়ের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন লোপামুদ্রা মিত্র, পায়েল সরকার, মধুরিমা বসাক।
অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে সোহাগের সফরের গল্প যত প্রকাশ্যে আসবে ততই উত্তেজনার পারদ চড়বে। প্রতিযোগিতায় কি জয়ী হতে পারবে সোহাগ?
'বডি শেমিং' বা শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার যে রোগ মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তার অবসান ঘটাতে পারবে সোহাগ?
সকলকে নিয়ে একসঙ্গে পথচলার নতুন যুগের সূচনা ঘটাতে সক্ষম হবে সে? এই সমস্ত উত্তরই মিলবে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়।
নিজের শরীর যেমনই হোক, দেহের কাঠামো যেমনই হোক, তাকে ভালবাসতে হবে, নিজেকে নিজে ভালবাসতে জানলে তবেই তো বাকিরা ভালবাসবে! এমন বার্তাই উঠে আসবে ধারাবাহিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -