Sohag Chand: সোহাগ ও চাঁদের ভেঙে যাওয়া সম্পর্ক কি জোড়া লাগবে সন্তানের হাত ধরে?
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এবার নয়া মোড়। এক ধাক্কায় বছর ৬ এগিয়ে গেল ধারাবাহিকের গল্প। কোথায় গিয়ে দাঁড়াবে তাঁদের সম্পর্ক এবার? আরও দূরত্ব বাড়ল তাঁদের মধ্যে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধারাবাহিকের গল্পে ৬ বছর পেরিয়ে গেল। সোহাগ আর চাঁদের মধ্যে নেই কোনও সম্পর্ক। কাউকে না জানিয়ে বর্ধমানের বাড়ি ছেড়ে চলে যায় সোহাগ।
সোহাগ চলে যায় এক অন্য শহরে থাকতে। তার সম্বল বলতে আছে একটাই মানুষ, তার মেয়ে চরকি।
অবশ্য চরকি আর কেউ নয়, সে সোহাগ আর চাঁদেরই মেয়ে। যদিও এই সত্যিটা চাঁদের অজানা।
ভাগ্যের বশে, চরকি আর চাঁদ একদিন মুখোমুখি হয়। পেশাগত দিক থেকে চাঁদ এখন একজন বড়মাপের উদ্যোক্তা।
তার ক্রিকেট অ্যাকাডেমি পুরোদমে চলছে। বিভিন্ন জায়গায় সে জমি নিয়ে রেখেছে তার অ্যাকাডেমি খোলার কাজের জন্য। এমনই একটা জমিতে চরকি তার বন্ধুদের নিয়ে কুস্তি শিখতে আসে।
চরকির কানে যখন আসে যে চাঁদ এই জমিতে তাদের প্রবেশ বন্ধ করে দিতে চাইছে, সে চ্যালেঞ্জ করে চাঁদকে - 'আগে কুস্তিমাত করো, তারপর জমির স্বপ্ন দেখ'।
পুরো বিষয়টা মজার ছলে নিয়ে চাঁদ ঠিক করে চরকির চ্যালেঞ্জটা সে গ্রহণও করবে, তাতে উত্তীর্ণও হবে। অপরদিকে দেখা যায় সোহাগ এক মন্দিরে প্রার্থনায় মগ্ন।
কিন্তু যে মুহূর্তে চরকি আর চাঁদ একে অপরকে দেখে, সোহাগের মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়, এমন এক ভাব আসে, যা সে নিজেও ব্যক্ত করতে পারে না।
তবে কি চরকির জন্যই সোহাগ আর চাঁদ, একে অপরকে ফিরে পাবে? কী হবে সোহাগ ও চাঁদের সম্পর্কের ভবিষ্যৎ? দেখুন প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -