'Sohag Chand': 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন, মা কালীর বেশে নায়িকা
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। এই ধারাবাহিক প্রায়ই একাধিক সামাজিক বার্তা নিয়ে আসে দর্শকের সামনে। এবার সেই ধারাবাহিকে নাকি আবির্ভাব হবে স্বয়ং মা কালীর? বুঝলেন না তো? নতুন মেকওভারে দেখা যাবে সোহাগকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোহাগ, ধারাবাহিকের 'নায়ক', নিজেকে পুলিশ স্টেশনে খুঁজে পায়। তার দোষ কী? তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি এমন একটি ম্যাজিক করেছে যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে।
এই সময়েই আবার দুর্দান্ত সেই 'বিপর্যয় জুটি'র আবির্ভাব ঘটে, দুর্জয় ও মল্লিকা। সোহাগের জীবনকে রহস্যে মোড়া সিটকমে পরিণত করার সিদ্ধান্তে তাঁরা একেবারে অটল। কিন্তু কুছ পরোয়া নেই! চাঁদ, শহরের জিনিয়াস, তার মাথায় রয়েছে এক নতুন পরিকল্পনা।
স্ত্রীকে বাঁচাতে এমন ফন্দি এঁটেছে চাঁদ, যে তা যে কোনও বলিউড ছবির প্লটকেও টেক্কা দিতে পারে। সোহাগ তার বুদ্ধিমত্তার গোপন অস্ত্র কাজে লাগিয়ে মা কালীর রূপে সজ্জিত হয়ে ওঠে।
এবার কল্পনা করুন, নিজের হাতে যা ছিল তা দিয়েই তৈরি মা কালীর মতো রূপসজ্জায় সোহাগ। মা কালীর একনিষ্ঠ ভক্ত এবার নিজেই তাঁর মতো শক্তি সঙ্গে করে আসল দোষীদের মুখোমুখি।
এই দৃশ্য রীতিমতো হাসির ফোয়ারা ছোটায়, কারণ প্রতারক অপরাধী, এমন মা কালীর ক্রোধের মুখোমুখি হয়ে সমস্ত সত্যি কথা উগরে দেয়। কে জানত যে ঐশ্বরিক হস্তক্ষেপ এমন বিনোদনমূলক হতে পারে?
অন্যদিকে এই ধারাবাহিকে এবার আগমন ঘটবে নতুন এক চরিত্রের। আশালতা বৌদির চরিত্রে এবার ধারাবাহিকের নতুন সংযোজন আভেরি সিংহ রায়। মঞ্চের জনপ্রিয় মুখ তিনি।
হরিপুরের সিনিয়র ইন্সপেক্টরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। গল্পের ধারা অনুযায়ী, আপাতত মিথ্যে কেসে ফেঁসে জেলবন্দি সোহাগ। আর তাকে সেখান থেকে উদ্ধারের কাজে হাত লাগাবে এই আশালতা বৌদিও।
সোহাগের এই কঠিন সময়ে তার খুব কাছের হয়ে উঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশালতা বৌদি।
আশালতা এমনিতে খুবই কৌতুকে পরিপূর্ণ, যত্নশীল ও ইতিবাচক মহিলা। তিনি জানেন নিজের কাজ কীভাবে আদায় করতে হয়। তা সে বাড়িতেই হোক বা বরের পেশাগত জীবন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -