Bengali Serial: তিতিরের ম্যাজিকে জমজমাট ফ্য়াশন শো, 'মন দিতে চাই'-এর সেটে হাজির কারা?
ধারাবাহিক 'মন দিতে চাই' (Mon Dite Chai)-তে নতুন কাজের উদ্যোগ নিয়েছে তিতির ও সোমরাজ। নতুন একটি ব্যবসা শুরু করেছে তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুলেছে একটি ফ্যাশন হাউজ। আর সেই শো-তে হাজির হয়েছিলেন জি বাংলার অন্যান্য ধারাবাহিকের কলাকুশলীরাও। নাচে-গানে জমাটি সেই উৎসব। এক ঝলক নজর রাখা যাক সেইদিকেই।
ধারাবাহিক সোমরাজ ও তিতির নতুন একটি ব্যবসা শুরু করেছে। একটি ফ্যাশন শো-এর মাধ্যমে, নিজেদের নতুন কোম্পানি শুরু করতে চলেছে তাঁরা।
আর সেখানেই হাজির হয়েছেন, ধারাবাহিক 'মিঠিঝোরা' থেকে রাইপূর্ণা ও নীলাঞ্জনা। একটি গানের সঙ্গে পারফর্ম করবেন এই দুই অভিনেত্রী।
তিতির ও সোমরাজের সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন মিলি ও অর্জুনও। শিমুল ও তার বন্ধুরাও অংশ নেয় একটি ব়্যাম্প ওয়াকে।
তবে অনুষ্ঠানের আগেই পোশাক নিয়ে সমস্যায় পড়ে তিতির। শেষে ঠিক করে, নিজের সংগ্রহে রাখা শাড়ি দিয়েই সবাইকে সাজাবে। তবে সেই শাড়িও নষ্ট করে দিয়ে যায় কেউ।
তবে কিভাবে হবে সেই সমস্যার সমাধান? সেই ঘটনাই তুলে ধরা হবে আজকের এপিসোডে। রাত সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টার একটি বিশেষ এপিসোডে দেখানো হবে বিশেষ এই পর্ব।
এই পর্বের নাম দেওয়া হয়েছে, 'নতুন শুরু, নতুন শপথ।' গানের একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেওয়ার জন্যও হাজির হয়েছেন সঙ্গীতশিল্পীরা।
এই অনুষ্ঠানটি নিয়ে সোমরাজ বলছেন, 'আমি আর তিতির তো শপথ নিয়েছি একে অপরের পাশে থাকার জন্য। আর নতুন এই ব্যবসার সূচনা করতে চলেছি আমরা।'
সোমরাজ আরও বলছেন, 'তাই ধারাবাহিকের এই এপিসোডেরও বিশেষ নাম দেওয়া হয়েছে। অন্যান্যদের মতো আমার ও তিতিরের একটি বিশেষ পারফরমেন্সও রয়েছে। আশা করি দর্শকদের খুব ভাল লাগবে।' আজ রাত সাড়ে ৯টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -