'Tumii Je Amar Maa': অনি ও আরোহীর মধ্যে কি বাড়তে থাকবে মল্লারকে নিয়ে ভুল বোঝাবুঝি?
হিংসার আগুনে কি পুড়ে ছারখার হয়ে যাবে ভালবাসা? নাকি সমস্ত বাধা পেরিয়ে জয় হবে সেই ভালবাসারই? কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা'-এ এবার নতুন চমক। গল্পের মোড় ঘুরবে কোন দিকে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিকে যেমন আরোহী ও অনি একে অপরের কাছাকাছি আসছে, তখন একই হারে মল্লারের প্রতি হিংসার পারদও বাড়ছে অনির।
আরোহীর সঙ্গে মল্লারের গভীর বন্ধুত্ব কিছুতেই ভালভাবে মেনে নিতে পারছে না অনি। তার সন্দেহ বাড়তে থাকে।
এরইমধ্যে এক রহস্যময় গল্প ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে অনির সামনে।
ফলে মল্লার আরও বেশি করে সন্দেহের পাত্র হয়ে উঠতে থাকে অনির কাছে এবং সে সন্দেহ করতে থাকে যে আরোহী ও মল্লারের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক আছে বলে।
সে নিজের মনে মনেই ভেবে নেয় যে আরোহী মল্লারকে সর্বক্ষেত্রে অনির থেকে বেশি এগিয়ে রাখে, ওকেই বেশি প্রাধান্য দেয়।
একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির পারদ চড়তে থাকে। ধীরে ধীরে তা বাড়তে বাড়তে অবশেষে যখন একেবারে চূড়ান্ত পর্যায় পৌঁছয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে সকলের সামনে আরোহীকে অনির অপমান গল্পে নতুন ট্যুইস্ট এনে দেয়।
হিংসার ঝড় সামলে কি ভালবাসার জয় হবে? নাকি তা চিরকালের জন্যই ঢেকে থাকবে সন্দেহের আস্তরণে?
এরপর কোন দিকে মোড় নিল গল্প? কী কী ট্যুইস্ট দেখা গেল? আদৌ অনি ও আরোহীর সম্পর্ক স্বাভাবিক হল কি না জানতে চোখ রাখতে হবে প্রত্যেকদিন রাত ৯টায়, কালার্স বাংলায় 'তুমি যে আমার মা' ধারাবাহিকে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই এক বছর পূরণ করেছে এই ধারাবাহিক। শ্যুটিং সেটেই কেক কেটে হয় সেলিব্রেশন। শ্যুটিং সেটেই হাজির করা হয় কেক। টিমের খুদে সদস্যের হাতে কেক কেটে হয় উদযাপন, চলে ফটোসেশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -