Akshay-Twinkle: অক্ষয়কে দমবন্ধ করে মারছেন টুইঙ্কেল!
সম্পর্কের ওঠা পড়ার গল্প শুনতে অভ্যস্থ বলিউড। কিন্তু বলিউডে এমন কিছু সম্পর্ক রয়েছে যাঁরা অনায়াসে 'কাপল গোল' দিতে পারেন। তেমনই এক জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খন্না। ২০০১ সাল থেকে সাফল্য-ব্যর্থতায় একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি শেয়ার করেন তাঁরা। তবে এতগুলো বছর পেরিয়ে আসার পর তাঁদের ছবিতে কেবল প্রেম নয়, থাকে মজা, খুনসুটির ছোঁয়াও।
সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'লক্ষ্মী'। কিয়ারা আডবাণীর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। আপাতত একে অপরের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত অক্ষয়-টুইঙ্কল। সমুদ্রের ধার থেকে এই ছবিটি শেয়ার করেছেন টুইঙ্কেল
আগের ছবিতে হাসি মুখ দম্পতির। কিন্তু ঠিক তার পরের ছবিতেই অক্ষয়ের নাক-মুখ চেপে ধরেছেন টুইঙ্কেল। যেন নিঃশ্বাসই নিতে দেবেন না তাঁকে। অন্যদিকে চোখ-মুখ একেবারে কুঁচকে রয়েছেন অক্ষয়। মজার একটি ক্যাপশানও দিয়েছেন টুইঙ্কেল। ক্যামেরার সামনের দাম্পত্য ও তাঁর পিছনের আসল সত্যি নিয়ে লিখেছেন মজার কয়েকটা লাইন।
তবে এই প্রথম নয়, এর আগে বিবাহবার্ষিকীতে এমনই একটি মজার ছবি আপলোড করেছিলেন অক্ষয়। সেখানে অক্ষয় গলা টিপে ধরেছিলেন টুইঙ্কেলের। তাঁদের খুনসুটির ছবি মন জয় করে অনুরাগীদেরও।
কয়েকদিন আগেই এই ছবিটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন অক্ষয়। সেখানে অবশ্য বেশ মিষ্টি হাসি মুখেই দেখা গিয়েছিল তাঁদের। অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার দুই সন্তান আরব ও নিতারা।
টুইঙ্কেলের সদ্য পোস্ট করা ছবিতে শিকদার খের মন্তব্য করেছেন, 'আপনি ও ওঁকে রোজ মারেন?'
ছবি সৌজন্যে: টুইঙ্কল খন্না ও অক্ষয় কুমারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -