Udit Narayan Birthday: বলিউডে দীর্ঘ কেরিয়ার উদিত নারায়ণের, জন্মদিনে তাঁর সেরা ১০ গান
'টিপ টিপ বরষা পানি'। 'মোহরা' ছবির সুপারহিট গান ফের ব্যবহার হল সম্প্রতি মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছবিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'বীর জারা' ছবির 'ম্যায় ইয়াহা হু' গানটি খুবই পছন্দের সঙ্গীতপ্রেমীদের। উদিত নারায়ণের এই গান আজও বাজে অনুরাগীদের মোবাইলে।
আমির খানের 'কয়ামত সে কয়ামত তক' ছবির 'অ্যায় মেরে হামসফর' গানটির জনপ্রিয়তা আকাশছোঁয়া।
'মহব্বতে' ছবির 'হামকো হামিসে চুরালো'। শাহরুখ খান, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে আরও একঝাঁক তারকার উপস্থিতিতে এই গান বিপুল জনপ্রিয়তা পায়।
'হম দিল দে চুকে সনম' ছবির গান 'চান্দ ছুপা বাদল মে'।
বলিউডে বহু গান গেয়েছেন উদিত নারায়ন। 'তুম বিন' ছবির গান 'তুমহারে সিবা কুছ না'।
'তুঝকো না দেখু তো জি ঘবড়া তা হ্যায়'। 'জানোয়ার' ছবির উদিত নারায়ণের এই গান খুবই জনপ্রিয় হয়।
'দেবদাস' ছবিতে নবাগতা শ্রেয়া ঘোষালের সঙ্গে 'বৈরি পিয়া' গেয়েছেন উদিত নারায়ন।
'প্যাহেলা নাসা' গানটি উদিত নারায়ণের কেরিয়ারের অন্যতম জনপ্রিয় গান।
উদিত নারায়ণের 'বড়ে দিলওয়ালে' ছবির গান 'জীবন কে দিন ছোটে সাহি' কীকরে ভুলতে পারেন সঙ্গীতপ্রেমীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -