UKBC: প্রবাসে বিয়ের সাজে বাঙালি কন্যারা, বার্ষিক অনুষ্ঠানে রূপঙ্করের গানে ডুবল লন্ডনবাসী
লন্ডনে বার্ষিক ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন (ইউকেবিসি) উদ্বোধন করেন ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ। স্টেজে পান হাতে নতুন বউয়ের সাজে প্রবাসীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঙালির সাজে, শাড়িতে গৃহবধূরা। নস্টালজিক হয়ে উঠে গোটা অনুষ্ঠান।
বাবু পাঞ্জাবি পরে প্রবাসী বাঙালিরা। পিছিয়ে নেই মহিলারাও। তাঁরাও পাঞ্জাবি পরে টক্কর দিয়েছে সমানে সমানে।
দেশের শিউলি ফুলের পরশ না মিললেও, রূপঙ্করের গানের প্রাণের মিলন প্রবীসীদের।
অ্যাকোস্টিকের রিদমে তখন রূপঙ্করের আধো চোখ বোজা, লিরিকে গলা ভাসিয়েছে গোটা অডিটোরিয়াম।
সেপ্টেম্বরে ২ দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুপঙ্কর বাগচী এবং রেজওয়ানা চৌধুরী বন্যা-সহ প্রখ্যাত বাঙালি শিল্পীরা।
মূলত একটি দাতব্য সংস্থার দ্বারাই আয়োজিত হয়েছে লন্ডনে বার্ষিক ইউনাইটেড কিংডম বেঙ্গলি কনভেনশন।
বাঙালি সংস্কৃতি উদযাপনের জন্য ৬০ টিরও বেশি কমিউনিটি সংগঠনকে একত্রিত করা হয়েছে।
UKBC এর লক্ষ্য হল প্রবাসীদের উদযাপন করা এবং বাংলার শিল্প ও ঐতিহ্যকে লালন করা।
এটি বাঙালিদের বৃহত্তম বার্ষিক সমাবেশ হিসেবে উদাযাপিত হয়েছে। গান, নাটকের আয়োজন তো আছেই, সঙ্গে ভোজনরসিক বাঙালি খাবার যবনিকা টেনেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -