Adah Sharma News: অভিনয়ের জন্য ছেড়েছিলেন পড়াশোনা, 'দেখতে সুন্দর নয়' বলে একাধিক ছবি থেকে বাদ পড়েছিলেন এই নায়িকা!

তাঁর জন্ম হয়েছিল মুম্বইতে। ছোটবেলা থেকেই তাঁর মন ছিল অভিনয়ে। কিন্তু বাড়ির কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না কোনোদিনই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বাবা ছিলেন নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মী। কিন্তু মাত্র দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা শেষ করে দিতে চাইলেন মেয়ে। তাঁর তখন ধ্যানজ্ঞান অভিনয়। সিদ্ধান্ত নিয়ে নিলেন, অভিনয়েই কেরিয়ার গড়বেন।

যেমন ভাবা তেমন কাজ। স্কুলের গণ্ডি টপকানোর পরেই বিভিন্ন জায়গায় শুরু হল অডিশন দেওয়া। তবে বিধি বাম। প্রথমে মোটেই মিলল না সুযোগ।
যেখানেই অডিশন দিতে যেতেন, তাঁকে বলা হত, তাঁকে নাকি দেখতে ভাল নয়। সেই কারণে তিনি নায়িকা হওয়ার যোগ্য নন একেবারেই। বাতিল হয়ে যেতেন।
তবু হার মানেননি সেই তরুণী। মনে করতেন, তাঁর জন্য কোনও না কোনও চরিত্র তো অবশ্যই থাকবে, যেখানে তাঁর রূপকে প্রাধান্য দেওয়া হবে না। দেখা হবে অভিনয় দক্ষতা।
অবশেষে সেই সুযোগ এল ২০০৮ সালে। '1920' নামের একটি হরর ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখলেন তিনি।
এই ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হত। ঘরে ঘরে ছড়িয়ে পড়ল তাঁর নাম। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি।
তবে এই নায়িকার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল আরও একটি ছবি। সেটি হল, 'দ্য কেরালা স্টোরি' । এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন নায়িকা।
বক্সঅফিসে ২৪২ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। পিছনে ফেলে দেয় কঙ্গনা রানাউত অভিনীত সুপারহিট ফিল্ম 'তনু ওয়েডস মনু' ও আলিয়া ভট্ট অভিনীত বহুল প্রশংসিত ফিল্ম, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-কেও। তারপরে তাঁকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি।
বর্তমানে সুশান্ত সিংহ রাজপুত যে বাড়িতে থাকতেন, সেই বাড়িতেই থাকেন তিনি। আর এতক্ষণে দর্শক ও চিনে নিয়েছেন এই নায়িকাকে। নায়িকার নাম আদাহ্ শর্মা (Adah Sharma)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -