Virat Kohli: বিরাটকে প্রথমবার আইপিএলে তিনিই আউট করেছিলেন, বর্তমানে বিজেপি বিধায়ক তিনি

বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ভুরিভুরি রেকর্ডের মালিক। ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন কোহলি। সে বছরই আইপিএলে অভিষেক হয় তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বিরাটের আইপিএল অভিষেক একেবারেই ভাল হয়নি। এক রান করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। কিন্তু জানেন তাঁকে কে আউট করেছিল?

সেই ব্যক্তিটির নাম অশোক দিন্দা। বাংলার প্রাক্তন এই পেসার ঘরোয়া ক্রিকেটে ৪০০-র বেশি উইকেটও নিয়েছেন। খেলেছেন দেশের জার্সিতেও।
২০০৮ সালে সেই ম্যাচে কেকেআরের মুখোমুখি হয়েছিল আরসিবি। ১ রান করে দিন্দার বলে বোল্ড হয়ে যান কোহলি।
সেই ম্য়াচে বিরাট ছাড়াও ওয়াসিম জাফরের উইকেট নিয়েছিলেন দিন্দা। ৩ ওভারে ৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন তিনি।
বিরাটের সেই মরশুমের আইপিএল একেবারেই ভাল যায়নি। কিন্তু পরে এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই আট হাজারর বেশি রান করে ফেলেছেন কিং কোহলি।
দিন্দা কেকেআরের জার্সিতে খেলেছেন। এছাড়াও রাইজিং পুণে সুপারজায়ান্টসের জার্সিতে ধোনির নেতৃত্বে খেলেছেন। দিন্দা বর্তমানে ময়নার বিধায়ক। ২০২১ সালে ভোটে জেতেন তিনি বিজেপির হয়ে দাঁড়িয়ে।
বিরাট অন্য়দিকে আরসিবির জার্সিতে দীর্ঘ কয়েকবছর নেতৃত্বভার সামলেছেন। আসন্ন মরশুমে আবার তাঁকেই নেতৃত্বভার দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
আইপিএলে ২০১৬ মরশুমে মোট ৯৭৩ রান করেছিলেন বিরাট। যা যে কোনও ক্রিকেটারের টুর্নামেন্টের ইতিহাসে করা সর্বাধিক রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -