Rashmika Mandhana: পড়াশোনা করেছেন সাংবাদিকতা নিয়ে, কীভাবে অভিনয় দুনিয়ায় এলেন রশ্মিকা?

Rashmika Mandhana Unknown Facts: রশ্মিকা সম্পর্কে এই বিষয়গুলি জানেন কী?

রশ্মিকা সম্পর্কে এই তথ্যগুলি জানতেন কী?

1/10
তাঁর ছবি সদ্য মুক্তি পেয়েছে। সবে মাত্র ১০ দিন হল। আর ইতিমধ্যেই ছবিটি ছুঁয়ে ফেলেছে হাজার কোটির লক্ষ্যমাত্রা। তবে জানেন কী এই নায়িকার এমন কিছু অভ্যাস রয়েছে যার কথা জানতেন না আপনিও।
2/10
ছোটবেলায় কোদাগু নামে একটি জায়গায় বড় হয়েছেন তিনি। কোদাগুকে কুর্গ বলেই জানেন সবাই। ছোটবেলা থেকেই নিজের জন্মস্থান নিয়ে ভীষণ আবেগপ্রবণ রশ্মিকা।
3/10
রশ্মিকা মন্দানার ছোট বোন রয়েছে। ছোট বোনের সঙ্গে রশ্মিকা ভীষণভাবে যুক্ত। ছোট বোনের জন্য অনেক কিছুই করেন রশ্মিকা।
4/10
সাংবাদিকতা আর ইংরাজি নিয়ে পড়াশোনা করেছেন রশ্মিকা। Ramaiah college থেকে তিনি পাশ করেছেন তিনি।
5/10
২০১২ সালে মডেলিং-এ নিজের কেরিয়ার শুরু করেন রশ্মিকা। ২০১৪ সালে অভিনেত্রী একটি ব্র্যান্ডের হয়ে একটি প্রতিযোগীতায় অংশ নেন ও সেখান থেকেই তাঁর শুরু হল বিনোদন দুনিয়ায় পা রাখা।
6/10
ওই ব্র্যান্ডের হয়ে প্রতিযোগীতায় অংশ নেওয়ার পরেই তাঁর কাছে ছবির প্রথম অফার আসে। রাজি হয়ে যান রশ্মিকা। তারপরে আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে।
7/10
২০১৬ সালে প্রথম ছবিতে কাজ করেন রশ্মিকা। প্রথম ছবিই হিট হয়ে যায়।
8/10
শোনা যায়, Rakshit Shetty-র সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তবে পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
9/10
আপাতত 'সিকন্দর' ছবিতে অভিনয় করছেন রশ্মিকা। আর সেই ছবিতে অভিনয় করতে গিয়ে তিনি ভূয়সী প্রসংশা করেছেন সলমন খানের (Salman Khan)
10/10
রশ্মিকা জানিয়েছিলেন, সিকন্দর-এ শ্যুটিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়ে তাঁর খেয়াল রেখেছিলেন সলমন
Sponsored Links by Taboola