Vicky Kaushal Update: বাবা চিনতেন শাহরুখ-সলমনকে, তবুও কেরিয়ারের শুরুতে সাহায্য পাননি ভিকি!
একের পর এক ছকভাঙা চরিত্র, নাচ থেকে শুরু করে অ্যাকশন, রোম্যান্টিক নায়ক থেকে শুরু করে ঐতিহাসিক চরিত্র.. সবেতেই বারে বারে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ভিকি কৌশল (Vicky Kaushal)। আজ তাঁর জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেনে নেওয়া যাক, কীভাবে অভিনয় জীবনের শুরু করেছিলেন অভিনেতা? বলিউডের সঙ্গে যোগসূত্র থাকলেও কি মসৃণ ছিল তাঁর অভিনয় সফর?
ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল (Shyam Kaushal) ছিলেন অ্যাকশন ডিরেক্টর। কাজ করেছেন একাধিক বলিউডের ছবিতে। শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে বলিউডের তাবড় তাবড় অভিনেতার সঙ্গে পরিচিত ছিল শ্যামের, কিন্তু কেরিয়ারের দিক থেকে বাবার থেকে কোনও সাহায্য পাননি ভিকি।
নিজের মতো করেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তবে বলিউডে পা রাখার আগে পড়াশোনা শেষ করেছিলেন ভিকি। ইলেকট্রনিকস্ অ্যান্ড টেলিকমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেছিলেন ভিকি। ২০০৯ সালে পড়াশোনা শেষ করার পরে তিনি আসেন গ্ল্যামার দুনিয়ায়।
নাহ, গ্ল্যামার দুনিয়া বললে ভুল হবে। নায়ক হয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেননি তিনি। কিশোর নমিত কপূরের অ্যাকডমিতে অভিনয় শেখার জন্য ভর্তি হন তিনি।
এরপরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন ভিকি, একজন সহকারী পরিচালক হিসেবে। অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সঙ্গে কাজ করেছেন ভিকি। ২০১২ সালে 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ভিকি কৌশল।
অভিনয়ের পাশাপাশি, ভিকির সঙ্গীতের ওপর অনুরাগ প্রবল। পাঞ্জাবি থেকে শুরু করে শাস্ত্রীয়, সব গানেই প্রতিই টান রয়েছে ভিকির। আর সেই কারণেই, বীণা বাজানো শিখেছিলেন ভিকি। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ারও করে নিয়েছিলেন ভিকি।
অনেকেই জানেন, ২০১৫ সালে 'মশান' ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন ভিকি। তবে অনেকেই জানেন না, সেই ছবি নয়, ভিকিকে প্রথম পর্দায় দেখা গিয়েছিল ২০১২ সালে 'লাভ সাভ তে চিকেন খুরানা' ছবিতে।
ভিকি ফিটনেস ফ্রিক, বিশ্বাস করেন কড়া ডায়েট আর শরীরচর্চায়। তবে পাশাপাশি, পাঞ্জাবি হওয়ার জন্য ভিকি খেয়েও খুব ভালবাসেন। ভিকির প্রিয় খাবারের তালিকা ওপরের দিকে থাকে পাঞ্জাবি খাবার।
দশ বাই দশের একটি ঘর থেকেই জীবন শুরু হয়েছিল ভিকির। সেখান থেকে বান্দ্রার আরব সাগরমুখী বিলাসবহুল বাসস্থানের জায়গাটা নেহাৎ সহজ ছিল না। কিন্তু ভিকি সেটাই করে দেখিয়েছেন। ভিকি লড়েছেন, জয় করেছেন। অভিনেতাকে এবিপি লাইভের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -