Unknown Stories about Kareena: সিদ্ধিমা থেকে নাম বদলে হয়েছিল করিনা, বলিউডে পা রেখেও সমর্থন পাননি পরিবারের

Kareena Kapoor Khan Birthday: পরিচিতি হওয়ার পরেও, একাধিক সিনেমা করিনার হাত থেকে চলে গিয়েছিল অন্য নায়িকাদের কাছে

তারকাসন্তান হয়েও হাত থেকে বেরিয়ে গিয়েছিল একাধিক হিট ছবি... জন্মদিনে অজানা করিনা

1/10
image 3
2/10
চল্লিশ পেরিয়েও তিনি যেন চিরনবীন... আরও ঝলমলে! জন্ম থেকেই যেন তাঁর কপালে লেখা ছিল রুপোলি পর্দার ভবিষ্যৎ। তবে পরিবার থেকে সম্মতি পাননি প্রথমেই।
3/10
বলিউডে পা রেখেও, খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না তাঁর সাফল্যে পথটা। বাদ পড়তে হয়েছিল একাধিক ছবি থেকে। তিনি করিনা কপূর (Kareena Kapoor)।
4/10
image 5
5/10
তাঁর ডাক নাম বেবো (Bebo)। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম হয় করিনার। বাবা রণধীর কপূর (Randhir Kapoor) ও মা ববিতা (Bobita)-র কনিষ্ঠ সন্তান করিনা। দিদি করিশ্মা কপূর (Karishma Kapoor)-ও একসময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন
6/10
দাদু রাজ কপূর, করিনার জন্মের পরে তাঁর নাম রেখেছিলেন সিদ্ধিমা। কপূর পরিবারের তরফ থেকে জানা গিয়েছিল, ববিতা যখন অন্তঃসত্তা ছিলেন তখন তিনি একটি বই পড়তেন। তার নাম 'আন্না করিনিনা'। সিদ্ধিমা নাম বদলে, লিও টলস্টয়ের এই বই থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি করিনা নামের উৎপত্তি।
7/10
'কহো না পেয়ার হ্যায়' (Kaho na Peyaar Hai) ছবির হাত ধরেই বলিউডে পা রাখার কথা ছিল করিনার। বেশ কিছুটা অংশের শ্যুটিংও হয়ে গিয়েছিল।
8/10
কিন্তু পরিচালক (Rakesh Roshan) ও সেই ছবির হিরো ঋত্বিক রোশন (Hrithik Roshan)-এর সঙ্গে কিছু সমস্যার জন্য ছবি থেকে বাদ পড়তে হয় করিনাকে। তার জায়গায় মুখ্য চরিত্রে অভিনয় করেন আমিশা পটেল (Amisha Patel)।
9/10
তবে এই একটি নয়... পরিচিতি হওয়ার পরেও, একাধিক সিনেমা করিনার হাত থেকে চলে গিয়েছিল অন্য নায়িকাদের কাছে। 'কল হো না হো' (Kal Ho Na Ho) ছবির জন্য প্রথমে ভাবা হয়েছিল করিনাকে। অথচ অজ্ঞাত কারণে পরবর্তীকালে সেই ছবি চলে যায় প্রীতি জিন্টা (Preeti Zinta)-র কাছে।
10/10
এমনকি, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত 'কুইন' (Queen) ছবিটির জন্যও প্রথম পছন্দ ছিলেন করিনাই। স্টারকিড হয়েও, একাধিক বড় ছবি থেকে এভাবেই বাদ পড়েছিলেন তিনি।
Sponsored Links by Taboola