'Thank God' Promotion: রিয়েলিটি অনুষ্ঠানের মঞ্চে ছবির প্রচারে টিম 'থ্যাঙ্ক গড'
বহু প্রতীক্ষিত 'থ্যাঙ্ক গড' ছবির প্রচারে নেমে পড়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও রকুলপ্রীত সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ছবির গোটা টিমকে দেখা গেল জনপ্রিয় রিয়েলিটি শো 'ঝলক দিখলা যা'-এর সেটে।
সেটে ক্যামেরাবন্দি হলেন অনুষ্ঠানের তিন বিচারক মাধুরী দীক্ষিত, কর্ণ জোহর ও নোরা ফতেহি।
'থ্যাঙ্ক গড' ছবিতে দেখা যাবে অজয় দেবগণকেও। এদিনের প্রচারেও হাজির ছিলেন তিনি।
'থ্যাঙ্ক গড' ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন ইন্দ্র কুমার।
বহু প্রতীক্ষিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর, ২০২২।
প্রসঙ্গত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছে।
ছবির পরিচালক ও ২ অভিনেতার বিরুদ্ধে জৌনপুর আদালতে মামলা দায়ের করা হয়।
মামলাকারী আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ করেন।
ট্রেলারে স্যুট পরিহিত চিত্রগুপ্ত ও মশকরা করার বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -