'The Nandini Murder Case': ফের একসঙ্গে 'বল্লভপুরের' সত্যম-দেবরাজ জুটি, আসছে 'দ্য নন্দিনী মার্ডার কেস'
পুরো দমে শ্যুটিং চলছে থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'দ্য নন্দিনী মার্ডার কেস'-এর। 'প্ল্যাটফর্ম ৮'-এর উপস্থাপনায় এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে 'বল্লভপুরের রূপকথা' জুটি সত্যম ভট্টাচার্য ও দেবরাজ ভট্টাচার্যকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সিরিজের মধ্যেও রয়েছে সিনেমা তৈরির গল্প। শ্যুটিংয়ের মাঝে ঘটে যাওয়া অঘটন নিয়েই আবর্তিত গল্প। ঠিক কীরকম সেটি?
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এক গ্রামে শ্যুটিং করতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায় খুন হন। তাঁকে খুন করেন তাঁরই সহ অভিনেতা আবীর।
এই খুনের ঘটনার তদন্তে আসেন এসিপি রঞ্জন সরকার।
ছবির পরিচালক সমর, ছবির নায়ক রোহিত ও নন্দিনীর স্বামী কাঞ্চন এবং কলেজ বন্ধু পলি খুব স্বাভাবিকভাবেই এই তদন্তে জড়িয়ে পড়েন।
পুলিশ অফিসার রঞ্জন গোটা ঘটনায় অত্যন্ত অবাক হন। এত লোকের উপস্থিতি সকলের সামনে শ্যুটিংয়ের মাঝে একজন কীভাবে খুন হতে পারে, প্রশ্ন জাগে তাঁর মনে।
তদন্ত চলাকালীন নন্দিনীর জীবনের এক কাহিনি সামনে আসে। কিন্তু তাও একটা প্রশ্ন থেকেই যায়, কে এমন কাণ্ড করল?
পাহাড়ের কুয়াশা ঘেরা অঞ্চলে ঘটে যাওয়া এই অঘটন ঘিরে ধোঁয়াশা রহস্য জমাট বাঁধতে থাকে। রঞ্জন কি পারবে এই রহস্যের জট ছাড়াতে?
সিরিজে সত্যম ও দেবরাজের সঙ্গে অভিনয়ে দেখা যাবে ঈশানি সেনগুপ্ত, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, আরিয়ুন ঘোষকে।
সিরিজের পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিস আহমেদ। খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -