'The Nandini Murder Case': ফের একসঙ্গে 'বল্লভপুরের' সত্যম-দেবরাজ জুটি, আসছে 'দ্য নন্দিনী মার্ডার কেস'

Upcoming Series: দ্য নন্দিনী মার্ডার কেস সিরিজের পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিস আহমেদ।

'দ্য নন্দিনী মার্ডার কেস'

1/10
পুরো দমে শ্যুটিং চলছে থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ 'দ্য নন্দিনী মার্ডার কেস'-এর। 'প্ল্যাটফর্ম ৮'-এর উপস্থাপনায় এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে 'বল্লভপুরের রূপকথা' জুটি সত্যম ভট্টাচার্য ও দেবরাজ ভট্টাচার্যকে।
2/10
এই সিরিজের মধ্যেও রয়েছে সিনেমা তৈরির গল্প। শ্যুটিংয়ের মাঝে ঘটে যাওয়া অঘটন নিয়েই আবর্তিত গল্প। ঠিক কীরকম সেটি?
3/10
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এক গ্রামে শ্যুটিং করতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায় খুন হন। তাঁকে খুন করেন তাঁরই সহ অভিনেতা আবীর।
4/10
এই খুনের ঘটনার তদন্তে আসেন এসিপি রঞ্জন সরকার।
5/10
ছবির পরিচালক সমর, ছবির নায়ক রোহিত ও নন্দিনীর স্বামী কাঞ্চন এবং কলেজ বন্ধু পলি খুব স্বাভাবিকভাবেই এই তদন্তে জড়িয়ে পড়েন।
6/10
পুলিশ অফিসার রঞ্জন গোটা ঘটনায় অত্যন্ত অবাক হন। এত লোকের উপস্থিতি সকলের সামনে শ্যুটিংয়ের মাঝে একজন কীভাবে খুন হতে পারে, প্রশ্ন জাগে তাঁর মনে।
7/10
তদন্ত চলাকালীন নন্দিনীর জীবনের এক কাহিনি সামনে আসে। কিন্তু তাও একটা প্রশ্ন থেকেই যায়, কে এমন কাণ্ড করল?
8/10
পাহাড়ের কুয়াশা ঘেরা অঞ্চলে ঘটে যাওয়া এই অঘটন ঘিরে ধোঁয়াশা রহস্য জমাট বাঁধতে থাকে। রঞ্জন কি পারবে এই রহস্যের জট ছাড়াতে?
9/10
সিরিজে সত্যম ও দেবরাজের সঙ্গে অভিনয়ে দেখা যাবে ঈশানি সেনগুপ্ত, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, আরিয়ুন ঘোষকে।
10/10
সিরিজের পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনিস আহমেদ। খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ।
Sponsored Links by Taboola