Urfi Javed: ভালবাসার দিনে কার জন্য গোলাপ উরফির কাঁধে ?

Urfi Javed Dress: আজ ভ্যালেন্টাইনস ডেতে বিমানবন্দরে এক অদ্ভুত পোশাকে ধরা দিলেন বলিউডের অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। গোলাপি পোশাকের সঙ্গে বাড়তি আকর্ষণ হল গোলাপ ফুল।

ছবি- নিজস্ব

1/9
পোশাক নিয়ে সবসময় পরীক্ষা-নিরীক্ষা করতেই থাকেন উরফি জাভেদ। আর সেই পোশাক নিয়েই বিতর্ক-আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন তিনি। ছবি- নিজস্ব
2/9
আজ ভ্যালেন্টাইনস ডে'তে বিমানবন্দরে এক অদ্ভুত পোশাকে ধরা দিলেন বলিউডের অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। ছবি- নিজস্ব
3/9
গোলাপি পোশাকে ধরা দিলেন উরফি জাভেদ। পুতুলের মতন একটি পোশাকে সেজে উঠেছেন তিনি। ছবি- নিজস্ব
4/9
শুধু তাই নয়, পোশাকের সঙ্গে সঙ্গে নজর কেড়েছে উরফির কাঁধের একটি বড় গোলাপ ফুল। আর এই গোলাপ ফুলের সৌন্দর্যেই নজর কাড়ছেন উরফি। ছবি- নিজস্ব
5/9
বিমানবন্দরে এই পোশাকে আসতেই চিত্রগ্রাহকদের নজরে পড়েন উরফি জাভেদ। অনুরাগীরা ঘিরে ধরে তাঁকে। ছবি- নিজস্ব
6/9
বিমানবন্দরে এদিন উরফিকে দেখা যায় গোলাপি একটি পোশাকের সঙ্গে একটা বড়সড় গোলাপ ফুল কাঁধের কাছে লাগিয়ে রাখতে। উরফি কাকে গোলাপ দেবেন এই ভালবাসার দিনে ? ছবি- নিজস্ব
7/9
বেশ কিছুদিন আগে পোশাকের কারণে গ্রেফতারের হুমকিও পেয়েছিলেন উরফি জাভেদ। 'ভুলভুলাইয়া' ছবিতে অর্জুন রামপালের চরিত্রের মত সেজেছিলেন উরফি। ছবি- নিজস্ব
8/9
গলায় গাঁদা ফুলের মালা, কানে দুটো জ্বলন্ত ধূপকাঠি- এই পোশাকে নজর কেড়েছিলেন তিনি, আর সেই কারণেই অশ্লীলতার দায়ে গ্রেফতারও করা হয় তাঁকে। ছবি- নিজস্ব
9/9
অভিযোগ ছিল উরফি নাকি হিন্দু ধর্মকে অপমান করেছেন। এরপরে সম্প্রতি পুনম পান্ডের মৃত্যুকে ঘিরে উরফির মন্তব্যেও ঝড় ওঠে সমাজমাধ্যমে। ছবি- নিজস্ব
Sponsored Links by Taboola