Urfi Javed: সাদা পোশাকে কালো সুতোর সূক্ষ্ম কাজ, ফুটে উঠল স্থাপত্যের নকশা, নয়া পোশাকে ফের উরফির বাজিমাত!
Urfi Javed Outfit: ফের নতুন ধরনের পোশাক তাক লাগালেন উরফি জাভেদ। সাদা পোশাকে স্থাপত্যের নিদর্শন।
উরফি জাভেদ
1/10
কথায় বলে, 'তাঁকে তুমি অপছন্দ করতে পারো, কিন্তু এড়িয়ে চলতে পারবে না'। উরফি জাভেদের ক্ষেত্রেও সেই কথা অনেকটাই প্রযোজ্য।
2/10
তাঁর পোশাক নিয়ে অনেকেরই অনেক ধরনের মন্তব্য থাকে, কিন্তু নতুন কোনও পোশাকে দেখতে পাওয়া গেলে উরফিকে এড়িয়ে যাওয়া বেশ কঠিন।
3/10
আবারও নিজের নয়া পোশাকে তাক লাগালেন উরফি। এদিন সাদা স্যাটিনের গাউনে তাঁকে দেখা গেল।
4/10
চুলে খোঁপা বাঁধলেন টেনে, কানে লম্বা ঝোলা দুল, মানানসই মেকআপ। তবে এবারও বিশেষ নজর কাড়ল তাঁর পোশাক।
5/10
সাদা চকচকে কাপড়ে কালো দিয়ে স্থাপত্যের নিদর্শন। চোখ ধাঁধানো কারুকার্য।
6/10
কালো সুতো দিয়ে পোশাকের সামনের অংশে মসজিদের নকশা কাটা। সেই সূক্ষ্ম কাজ অন্য মাত্রা এনে দিয়েছে পোশাকে।
7/10
কয়েকদিন আগে তাঁকে সর্বসমক্ষে আসতে দেখা যায় চোখ ধাঁধানো নীল রঙের গাউনে। যার ওজন নাকি ছিল ১০০ কিলোগ্রাম, এমনই দাবি করেন উরফি।
8/10
সেদিন পাপারাৎজিদের ক্যামেরায় উরফিকে বলতে শোনা যায়, 'রেড কার্পেটে তো আমাকে কেউ ডাকে না।' সঙ্গে এনেছিলেন বিশেষ লাল গালিচা।
9/10
বলেন, 'তাই আমি নিজের রেড কার্পেট তৈরি করে নিয়েছি। পোশাক মনে ৯২-১০০ কেজি হবে। মনে হয় ৪৫০ মিটার।'
10/10
এদিনও যেন নিজের লাল গালিচা নিজেই বিছিয়ে নিলেন, চোখ ধাঁধালেন, পোজ দিলেন। হতভম্ব রয়ে গেলেন সকলে।
Published at : 07 Jun 2024 06:45 AM (IST)