Urfi Javed: সাদা পোশাকে কালো সুতোর সূক্ষ্ম কাজ, ফুটে উঠল স্থাপত্যের নকশা, নয়া পোশাকে ফের উরফির বাজিমাত!
কথায় বলে, 'তাঁকে তুমি অপছন্দ করতে পারো, কিন্তু এড়িয়ে চলতে পারবে না'। উরফি জাভেদের ক্ষেত্রেও সেই কথা অনেকটাই প্রযোজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর পোশাক নিয়ে অনেকেরই অনেক ধরনের মন্তব্য থাকে, কিন্তু নতুন কোনও পোশাকে দেখতে পাওয়া গেলে উরফিকে এড়িয়ে যাওয়া বেশ কঠিন।
আবারও নিজের নয়া পোশাকে তাক লাগালেন উরফি। এদিন সাদা স্যাটিনের গাউনে তাঁকে দেখা গেল।
চুলে খোঁপা বাঁধলেন টেনে, কানে লম্বা ঝোলা দুল, মানানসই মেকআপ। তবে এবারও বিশেষ নজর কাড়ল তাঁর পোশাক।
সাদা চকচকে কাপড়ে কালো দিয়ে স্থাপত্যের নিদর্শন। চোখ ধাঁধানো কারুকার্য।
কালো সুতো দিয়ে পোশাকের সামনের অংশে মসজিদের নকশা কাটা। সেই সূক্ষ্ম কাজ অন্য মাত্রা এনে দিয়েছে পোশাকে।
কয়েকদিন আগে তাঁকে সর্বসমক্ষে আসতে দেখা যায় চোখ ধাঁধানো নীল রঙের গাউনে। যার ওজন নাকি ছিল ১০০ কিলোগ্রাম, এমনই দাবি করেন উরফি।
সেদিন পাপারাৎজিদের ক্যামেরায় উরফিকে বলতে শোনা যায়, 'রেড কার্পেটে তো আমাকে কেউ ডাকে না।' সঙ্গে এনেছিলেন বিশেষ লাল গালিচা।
বলেন, 'তাই আমি নিজের রেড কার্পেট তৈরি করে নিয়েছি। পোশাক মনে ৯২-১০০ কেজি হবে। মনে হয় ৪৫০ মিটার।'
এদিনও যেন নিজের লাল গালিচা নিজেই বিছিয়ে নিলেন, চোখ ধাঁধালেন, পোজ দিলেন। হতভম্ব রয়ে গেলেন সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -