Urfi Javed: শীতের শুরুতে ফের অচেনা পোশাকে সোশ্যালে ঝড় তুললেন উরফি

Urfi Javed Trolled: মূলত সোশ্যাল মিডিয়ায় সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। বিতর্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উরফি জাভেদের।

ফের অচেনা পোশাকে সোশ্যালে ঝড় তুললেন উরফি

1/10
ফের ফ্যাশনে সবাইকে চমকে দিয়েছেন উরফি জাভেদ। উরফির এই লুক দেখে নেটিজেনরা ইতিমধ্যেই প্রচুর ট্রোল করছেন।
2/10
মূলত সোশ্যাল মিডিয়ায় সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। বিতর্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে উরফি জাভেদের।
3/10
বিগ বস ওটিটি খ্যাত উরফির পোশাক বরাবরই নজর কাড়ে সবার। আর এবারও এক নতুন পোশাকের মধ্য দিয়ে ফের অবাক করলেন।
4/10
ইতিমধ্যেই একজন কমেন্ট বক্সে লিখেছেন, 'জানি না সে কী পরে !', আবার অপর একজন লিখেছেন, 'সে অর্ধেক কাপড় পরে এসেছেন।'
5/10
উরফি তার নতুন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে চলেছে তার পোস্ট।
6/10
বর্তমানে কোনও বড় সিনেমায় না দেখা গেলেও ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় অতি পরিচিত নাম উরফি জাভেদ।
7/10
সোশ্যাল মিডিয়ায় তাঁর পোশাকের জন্য বিখ্যাত উরফি। বিগ বসের অংশগ্রহণকারী উরফি একটি মুসলিম পরিবারে বড় হন।
8/10
রিপোর্ট বলছে, তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 21 মিলিয়ন ডলার অর্থাৎ 173 কোটি টাকা।
9/10
তিনি একটি সিরিয়ালের একটি পর্বের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করেন৷
10/10
এবার তিনি জরির কাজ করা সবুজ ও নীল রঙের পোশাকে ফের ঝড় তুলেছেন।
Sponsored Links by Taboola