Urmila Matondkar: দীর্ঘদিন নেই রুপোলি পর্দায়, হয়েছিল ক্যানসার ও! বলিউড থেকে পাকাপাকি সরে দাঁড়ালেন ঊর্মিলা মাতণ্ডকর?

Urmila Matondkar News: সদ্য একটি সাক্ষাৎকারে, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঊর্মিলা।

Continues below advertisement

দীর্ঘদিন নেই রুপোলি পর্দায়, হয়েছিল ক্যানসার ও! বলিউড থেকে পাকাপাকি সরে দাঁড়ালেন ঊর্মিলা মাতণ্ডকর?

Continues below advertisement
1/10
একটা সময়ে বলিউডে দাপিয়ে কাজ করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। তবে বেশ কয়েকটা বছর ধরেই রুপোলি পর্দা থেকে দূরে অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। তবে কি অভিনেত্রী বলিউডকে বিদায় জানালেন?
2/10
সদ্য একটি সাক্ষাৎকারে, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঊর্মিলা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বলিউডকে মোটেই তিনি বিদায় জানাননি, বরং তিনি এখন বেছে কাজ করায় বিশ্বাসী। তিনি এমন কোনও চরিত্রের অপেক্ষায় রয়েছেন, যেখানে দর্শক তাঁকে একেবারে নতুনভাবে দেখতে পাবেন।
3/10
ঊর্মিলা সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এমন চরিত্র খুঁজছেন যেটা আবেগপ্রবণ, পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের সঙ্গেও মানানসই। বর্তমানে নায়িকা প্রথা একটু ফিকে হয়ে, দাপট দেখাচ্ছেন অভিনেত্রীরা। ঊর্মিলাও জোর দিতে চান সেই অভিনয়েই।
4/10
একটা সময়ে, নিজের অসুস্থতার কারণে রুপোলি পর্দা থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে চিকিৎসার পরে অভিনেত্রী এখন একেবারে সুস্থ। তিনি আবার পুরোদমে কাজ শুরু করতে চান, এমনই বার্তা দিয়েছেন।
5/10
ঊর্মিলা স্বীকার করেছেন যে, তিনি ইতিমধ্যেই ছোটপর্দায় একটু শো করে ফেলেছেন। তবে বড়পর্দায় তিনি মন মতো সুযোগ পাননি। পছন্দের চরিত্র পেলেই তিনি আবার সিনেমা করতে চান।
Continues below advertisement
6/10
ঊর্মিলা একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ও কাজ করেছেন। খুব তাড়াতাড়িই তা দর্শকদের সামনে আসবে। নিজের গোটা কেরিয়ারেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করেছেন ঊর্মিলা।
7/10
অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে বলিউডের বেতনের কাঠামো আগের থেকে অনেক ভাল হয়েছে। পাশাপাশি অভিনেত্রীরাও অধিকাংশ সময়েই যোগ্য পারিশ্রমিক পান। ঊর্মিলা দাবি করেন, তাঁর সময়ে ছবিটা একেবারে আলাদা ছিল।
8/10
ঊর্মিলা পাশাপাশি জানান, তিনি যে সময়ে চুটিয়ে অভিনয় করতেই, সেই সময়ে অধিকাংশ সিনেমাই ছিল নায়ক প্রধান। নায়িকার ভূমিকা সেখানে পেলব। তবে বর্তমানে নায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন পর্যন্ত করছেন অভিনেত্রীরা।
9/10
ঊর্মিলা জানিয়েছেন, তিনি নিজেকে কোনও একটা বিশেষ ধরনের চরিত্রে আবদ্ধ করে ফেলতে চান না। সেই কারণে তিনি সঠিক চরিত্রের অপেক্ষায় রয়েছেন। তেমন পছন্দ হলেই তিনি কাজ করবেন।
10/10
অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন নায়িকাকে আগামীতে কোনও চরিত্রে দেখা যাবে।
Sponsored Links by Taboola