Urvashi Rautela Birthday: নিজের অ্যাপ থেকে জাতীয় স্তরের খেলোয়াড়, ঊর্বশী রাউতেলার সম্পর্কে চমকদার তথ্য
ঊর্বশী রাউতেলা
1/10
আজ জন্মদিন মিস ইউনিভার্স এবং বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলি।
2/10
ভারতীয় চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ ঊর্বশী রাউতেলা। সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বি টাউনের নায়িকা হয়ে ওঠার তাঁর জার্নি প্রেরণা দেওয়ার মতো।
3/10
উত্তরাখণ্ডে জন্ম ঊর্বশীর। স্কুলের পড়াশোনা সেখানেই শেষ করে দিল্লি থেকে স্নাতক হন তিনি। এরপর নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিস স্কুল অফ ফিল্ম অ্যান্ড অ্যাক্টিং ট্যালেন্ট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন।
4/10
২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন ঊর্বশী রাউতেলা। শুধু তাই নয়, পরবর্তীকালে আরও অনেক সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছেন তিনি।
5/10
ব্যবসায়ী পরিবারের মেয়ে ঊর্বশী। তাঁর বাবা এবং মা দুজনেই পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িয়ে।
6/10
'সিং সাব দ্য গ্রেট' ছবি দিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয় ঊর্বশী রাউতেলার। এরপর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। 'সনম রে', 'গ্রেট গ্র্যান্ড মস্তি', 'পাগলপন্তি'র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি অনেক ছবিতে আইটেম নম্বরে তাঁর পারফরম্যান্স দেখেছেন দর্শকেরা।
7/10
নিজের নামে অ্যাপ লঞ্চ করেন ঊর্বশী রাউতেলা। যেখানে তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। তাঁর সম্পর্কে যাঁরা জানতে চান, তাঁরা সমস্ত কিছুই 'ঊর্বশী রাউতেলা অফিশিয়াল অ্যাপ' থেকে জানতে পারেন।
8/10
হানি সিংহের সঙ্গে ঊর্বশীর মিউজিক ভিডিও 'লভ ডোজ' ব্যাপক জনপ্রিয় হয়। এটি তাঁর কেরিয়ারের প্রথম মিউজিক ভিডিও ছিল। এরপর বহু মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে।
9/10
ঊর্বশী রাউতেলা একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও। কত্থক, ভারতনাট্যম, ব্যালে এবং আরও অনেকরকমের নাচে তিনি পারদর্শী।
10/10
শুধু সৌন্দর্য প্রতিযোগিতা কিংবা অভিনয় অথবা নাচেই পারদর্শী নন ঊর্বশী। তিনি একজন জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ও। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 25 Feb 2023 10:38 AM (IST)