Urvashi Rautela Birthday: উর্বশী রাউতেলার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার। ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা এই অভিনেত্রীর সম্পর্কে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে আত্মপ্রকাশ হওয়ার আগেই একাধিক বিউটি প্যাজেন্ট জিতে নিয়েছেন উর্বশী রাউতেলা। জানা যায়, তিনিই একমাত্র নারী, যিনি ২০১২ এবং ২০১৫ সালে পর পর দুবার মিস ইউনিভার্স খেতাব জেতেন।
উর্বশী রাউতেলা শুধুমাত্র একজন অভিনেত্রী কিংবা মডেলই নন। তিনি জাতীয়স্তরের একজন বাস্কেটবল খেলোয়াড়ও। উত্তরাখণ্ডের হয়ে একাধিক সময় বাস্কেটবল খেলেছেন তিনি।
'গ্রেট গ্র্যান্ড মস্তি'ই উর্বশী রাউতেলার প্রথম বলিউড ছবি নয়। ২০১৩ সালে মুক্তি পাওয়া 'সিং সাব দ্য গ্রেট' ছবি দিয়ে প্রথম বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর।
একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী উর্বশী রাউতেলা নাচেও পারদর্শী। ভারতনাট্যম, কত্থক, জ্যাক, হিপ-হপ, বেলি ডান্স এবং একাধিক নাচে পারদর্শী তিনি।
উর্বশী রাউতেলা কোনও ছবির জগতের পরিবার থেকে আসেননি। তিনিই তাঁর পরিবারের একমাত্র সদস্য, যিনি বলিউডে কেরিয়ার তৈরির জন্য পাড়ি দেন।
পড়াশোনাতেও তুখোর উর্বশী রাউতেলা। জানা যায়, তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে মডেলিংয়ে চলে যান। মডেল কিংবা অভিনেত্রী না হলে তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা আইএএস অফিসার হতে চাইতেন।
তিনি শুধুমাত্র বাহ্যিক দিক থেকেই সুন্দর নন। বরং তাঁর মনটাও সুন্দর। জানা যায়, তিনি উর্বশী রাউতেলা ফাউন্ডেশন নামে একটি সংস্থা চালান। যেখানে বহু মানুষের পড়াশোনা, স্বাস্থ্য এবং প্রয়োজনীয় নানা কিছু দিয়ে পাশে দাঁড়ানো হয়।
মাত্র সতেরো বছর বয়সেই উর্বশী রাউতেলা মিস ট্যুরিজম ওয়ার্ল্ড, ইন্ডিয়ান প্রিন্সেস, মিস এশিয়ান সুপার মডেলের খেতাব জেতেন। এছাড়াও একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জেতেন তিনি।
বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -