‘ভার্জিন ভানুপ্রিয়া’ সিনেমার জন্য বাড়িয়েছেন ৭ কেজি ওজন, জানালেন ঊর্বশী রউতেলা
ঊর্বশী বলেছেন, অভিনেত্রী হিসেবে এই চ্যালেঞ্জ তাঁর কাছে শারীরিক, মানসিক ও আবেগেরও। (ছবি-ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঊর্বশী রউতেলা জানিয়েছেন, তিনি তাঁর নতুন সিনেমা ‘ভার্জিন ভানুপ্রিয়া’-র মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সাত কেজি ওজন বাড়িয়েছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
ভার্জিন ভানুপ্রিয়া-তে গৌতম গুলাটি, অর্চনা পূরণ সিংহ,ডেলনাজ ইরানি, রাজীব গুপ্তা, বৃজেন্দ্র কালার মতো অভিনেতারাও রয়েছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
তিনি বলেছেন, আমি সবচেয়ে স্মরণীয় ও সাহসী পারফরম্যান্স তুলে ধরতে চেয়েছিলাম এবং পুরোপুরি ভাবে ভানুপ্রিয়া হয়ে উঠতে চেয়েছিলাম। সেজন্য আত্মনিবেদনের প্রয়োজন ছিল। সেজন্য একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভানুপ্রিয়াকে চিত্রিত করেছি। ভানুপ্রিয়ার অভ্যন্তরীন সমস্যার প্রতি মনোনিবেশ করা এবং তাত্ক্ষণিকভাবে তা তুলে ধরা ছিল খুবই গুরুত্বপূর্ণ। (ছবি-ইনস্টাগ্রাম)
অভিনেত্রী বলেছেন, ভানুপ্রিয়া-র চরিত্রের জন্য আমি সাত কেজি ওজন বাড়িয়েছি। তিনি বলেছেন, কোনও চরিত্রের জন্য প্রস্তুতি একজন শিল্পী হিসেবে তো বটেই, পারফরম্যান্সের জন্যও। ভানুপ্রিয়ার শারীরিক চাল-চলন, কথাবার্তা বা ব্যক্তিত্ব আমার নিজের থেকে আলাদা। অভিনেতা হিসেবে আমার চ্যালেঞ্জটা শারীরিক, মানসিক, আবেগপ্রবণতারও।
ঊর্বশী বলেছেন, তিনি পর্দায় ভানুপ্রিয়ার চরিত্রের বৈশিষ্ট্য আতস্থ করতে চেয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -