Usha Uthup: স্বামীর মৃত্যুর পরে প্রথমবার মঞ্চে উষা উত্থুপ, গাইলেন.. 'হামে তুমসে পেয়ার কিতনা'

Usha Uthup Show: ৪ অগাস্ট ছিল কিশোর কুমারের জন্মদিন। তার আগেই কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য তাঁরই গান দিয়ে সাজানো হয়েছিল একটি অনুষ্ঠান।

মঞ্চে গান গাইছেন উষা উত্থুপ

1/10
স্বামীর প্রয়াণের পরে, এই প্রথম মঞ্চে উষা উত্থুপ। কিশোরকুমারের জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।
2/10
৪ অগাস্ট ছিল কিশোর কুমারের জন্মদিন। তার আগেই কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য তাঁরই গান দিয়ে সাজানো হয়েছিল একটি অনুষ্ঠান।
3/10
শিল্পীদের তালিকায় একদিকে যেমন ছিলে উষা উত্থুপ, তেমনই ছিলেন রুপঙ্কর বাগচী ও কিশোর কুমারের গান গেয়ে খ্যাত গৌতম ঘোষ।
4/10
এদিন উষা উত্থুপ 'হামে তুমসে পেয়ার কিতনা' গানটি গেয়ে শোনান। দর্শকেরাও উচ্ছ্বসিত উষা উত্থুপের গলায় এই ভিন্ন ধারার গান শুনে।
5/10
গৌতম ঘোষ গান কিশোর কুমারের জনপ্রিয় গান সিং নেই তবু নাম তার সিংহ। দর্শকেরাও উচ্ছ্বসিত হন তাঁর গানে।
6/10
এত শিল্পীকে একসঙ্গে মঞ্চে এনেছেন কিশোর অনুরাগী ছন্দা চক্রবর্তী। এদিন হাজির ছিলেন তিনিও।
7/10
এদিন আগুনরঙা শাড়িতে সেজেছিলেন উষা উত্থুপ। মঞ্চে দাপটের সঙ্গেই পারফর্ম করেন তিনি।
8/10
৮ জুলাই প্রয়াত হন উষা উত্থুপের স্বামী, বালীগঞ্জের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।
9/10
উষা উত্থুপ অফিসে যাওয়ার পরেই ফোন আসে যে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে নিয়ে গেলে গায়িকার স্বামীকে মৃত বলে ঘোষণা করা হয়।
10/10
ব্যক্তিগত শোক কাটিয়ে উঠে ফের মঞ্চে ফিরেছেন সঙ্গীতশিল্পী। অনুরাগীদের শুভেচ্ছা সবসময়েই রয়েছে তাঁর সঙ্গে।
Sponsored Links by Taboola