Usha Uthup: স্বামীর মৃত্যুর পরে প্রথমবার মঞ্চে উষা উত্থুপ, গাইলেন.. 'হামে তুমসে পেয়ার কিতনা'
স্বামীর প্রয়াণের পরে, এই প্রথম মঞ্চে উষা উত্থুপ। কিশোরকুমারের জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪ অগাস্ট ছিল কিশোর কুমারের জন্মদিন। তার আগেই কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য তাঁরই গান দিয়ে সাজানো হয়েছিল একটি অনুষ্ঠান।
শিল্পীদের তালিকায় একদিকে যেমন ছিলে উষা উত্থুপ, তেমনই ছিলেন রুপঙ্কর বাগচী ও কিশোর কুমারের গান গেয়ে খ্যাত গৌতম ঘোষ।
এদিন উষা উত্থুপ 'হামে তুমসে পেয়ার কিতনা' গানটি গেয়ে শোনান। দর্শকেরাও উচ্ছ্বসিত উষা উত্থুপের গলায় এই ভিন্ন ধারার গান শুনে।
গৌতম ঘোষ গান কিশোর কুমারের জনপ্রিয় গান সিং নেই তবু নাম তার সিংহ। দর্শকেরাও উচ্ছ্বসিত হন তাঁর গানে।
এত শিল্পীকে একসঙ্গে মঞ্চে এনেছেন কিশোর অনুরাগী ছন্দা চক্রবর্তী। এদিন হাজির ছিলেন তিনিও।
এদিন আগুনরঙা শাড়িতে সেজেছিলেন উষা উত্থুপ। মঞ্চে দাপটের সঙ্গেই পারফর্ম করেন তিনি।
৮ জুলাই প্রয়াত হন উষা উত্থুপের স্বামী, বালীগঞ্জের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।
উষা উত্থুপ অফিসে যাওয়ার পরেই ফোন আসে যে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে নিয়ে গেলে গায়িকার স্বামীকে মৃত বলে ঘোষণা করা হয়।
ব্যক্তিগত শোক কাটিয়ে উঠে ফের মঞ্চে ফিরেছেন সঙ্গীতশিল্পী। অনুরাগীদের শুভেচ্ছা সবসময়েই রয়েছে তাঁর সঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -