Ushashi Ray in Web Series: চমকে দেওয়ার মত লুক, 'পেত্নী' উষসীর গল্পে থাকছেন কাঞ্চন, জেসমিনও

Ushashi Ray First Look: এই সিরিজ নিয়ে উষসী বলছেন, অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। একটা হরর ছবির অংশ হওয়া এমনিতেই একটা অন্যরকম অভিজ্ঞতা

খোলা চুল, ভয় ধরানো চাহনি... এ কোন উষসী!

1/10
লম্বা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের চারিদিকে। চোখের চাউনিতে রহস্য? নাকি ভৌতিক কিছু? 'পেত্নি'-র বেশে এ কোন উষসী রায় (Ushashi Ray)!
2/10
সদ্য প্রকাশ্যে এল 'আড্ডা টাইমস' (Adda Times)-এর নতুন ওয়েব সিরিজ 'পেত্নি' (Patni)-র টিজার ও ফার্স্ট লুক।
3/10
অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee) পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন উষসী। অন্যান্য ভূমিকায় রয়েছেন জেসমিন রায় (Jasmine Roy), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), শুভ্রজিৎ দত্ত (Subhrajit Dutta) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)।
4/10
আদ্যপান্ত রহস্য আর হাড়হিম করা ভয়ে মোড়া এই ওয়েব সিরিজ মুক্তি পাবে চলতি মাসেই। 'আড্ডা টাইমস'-এর ওয়েব প্ল্যাটফর্মে।
5/10
এই গল্পের শুরু হয় চার বন্ধুকে নিয়ে। নীলেষ, জুঁই, শোভন ও রাকা সেন। চার বন্ধু মিলে মধ্যরাতে একটি ড্রাইভে বেরোয়। উদ্দেশ্য নিছক মজা। কিন্তু এই সফরেরই পরিণতি হয় ভয়াবহ। হঠাৎ এক অলৌকিকভাবে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।
6/10
আর তারপর থেকেই, হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় বন্ধু রাকা। কিন্তু ঠিক কোন উপায়ে রাকাকে ফিরিয়ে আনবে বন্ধুরা? এখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে কাঞ্চনকে। এই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন অর্ণবও।
7/10
এই সিরিজ নিয়ে পরিচালক বলছেন, 'পেত্নির গল্প লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত। এই সিরিজের মধ্যে যেমন সাসপেন্স রয়েছে, তেমনই রয়েছে থ্রিলার ও হরর এলিমেন্টও। আমরা এই গল্পটাকে অনন্য করে তুলে ধরতে চেয়েছি। তবে কেবল ভয় নয়, সিরিজটির মধ্যে একটি আবেগের অংশও রয়েছে।'
8/10
এই সিরিজ নিয়ে উষসী বলছেন, 'অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। একটা হরর ছবির অংশ হওয়া এমনিতেই একটা অন্যরকম অভিজ্ঞতা। তার ওপর, আমিই পেত্নির ভূমিকায় অভিনয় করেছি। তার ওপর আড্ডা টাইমসের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অধীর আগ্রহে অপেক্ষা করছি জানার জন্য দর্শকদের কেমন লাগে।'
9/10
এই সিরিজটি নিয়ে জেসমিন বলছেন, 'আড্ডা টাইমস ও অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সবসময়েই আমার হরর যে কোনও স্টোরি বা ওয়েব সিরিজ ভাল লাগে। সেটাই আমার এই কাজটাকে হ্যাঁ বলার প্রাথমিক কারণ।'
10/10
১৭ নভেম্বর থেকে আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি।
Sponsored Links by Taboola