Valentine Day Photos:নীল-তৃণার নাচ, ঋতাভরীর ফ্লাইং কিস, টলিপাড়ার ভ্যালেন্টাইন্স ডে
আজ ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার দিনে কী করছে টলিপাড়া? সোশ্যাল মিডিয়ায় থেলের সঙ্গে ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ক্যাপশানে তিনি লেখেন 'মাই লাভ ইউভান।' এরপরেই রাজ চক্রবর্তীর সঙ্গে একটি মিষ্টি জিআইএফও শেয়ার করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিকে ভ্যালেন্টাইনস ডে, অন্যদিকে জন্মদিন। অঙ্কুশের সঙ্গে এই দুটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও।
সদ্য বিবাহিত টলিপাড়ার এই জুটি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। আর তাঁদের রিসেপশান। তাঁর আগে নীলের সঙ্গে ছবি শেয়ার করলেন তৃণা। অন্যদিকে ভ্য়ালেন্টাইনস ডে তে তৃণার সঙ্গে নাচের ভিডিও আপলোড করলেন নীল
টলিউডের অন্যতম প্রিয় এই মুখের আনাগোনা রাজনীতির ময়দানেও। মিমি চক্রবর্তী। ভ্যালেন্টাইনস ডে তে লাল পোশাকে মোহময়ী মিমি অনুরাগীদের শুভেচ্ছা জানালেন।
ছোট্ট জিআইএফ-এই বাজিমাত। লাল পোশাকে ভ্যালেন্টাইনস ডে তে মনজয় করলেন ঋতাভরী।
হাতে লাল হার্ট, মুখে অল্প হাসি। ভ্যালেন্টাইন্স ডে তে আবেদনময়ী মধুমিতা সরকার
অনিন্দিতা সৌরভের জীবনে কতটা জরুরি? ছবি আপলোড করে লিখলেন সৌরভ
ইমনের ঠোঁটে 'এয়ে রাতে, ইয়ে মৌসম', সঙ্গতে নীলাঞ্জন, অনুরাগীদের প্রেমদিবসের শুভেচ্ছা জানালেন ইমন
প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেন রণিতা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -