Valentine Day Photos: প্রেমের মরসুমে গঙ্গাবক্ষে নৌবিহার সৃজিত-মিথিলার

গঙ্গাবক্ষে সৃজিত-মিথিলা

1/9
ভ্যালেন্টাইনস উইকে শহর জুড়ে প্রেমের মরসুম। নিজেদের মত করে প্রেম উদযাপনে ব্যস্ত তারকা জুটিরা। তবে চিরাচরিত ডিনার ডেট বা বাইরে ঘুরতে যাওয়া ছেড়ে অন্যপথে হাঁঁটলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আর তাঁর স্ত্রী মিথিলা।
2/9
গঙ্গাবক্ষে ভাসলেন অভিনেত্রী-পরিচালক জুটি। সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
3/9
নীল শার্ট আর চোখে সানগ্লাসে যে কোনও নায়ককে টক্কর দিচ্ছিলেন পরিচালক।
4/9
সম্প্রতি লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন এই জুটি। সঙ্গে ছিল মেয়ে আইরাও। তবে আজকের ছবিতে দেখা মিলল না তাঁর।
5/9
কেবল ঘোরা নয়, চলল খাওয়া দাওয়াও।
6/9
সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সৃজিতের প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'। সিরিজের মুক্তি নিয়ে জলঘোলাও হয়েছিল অনেক।
7/9
আপাতত নতুন ছবির কাজে ব্যস্ত পরিচালক। তবে ছবির বিষয়বস্তু নিয়ে মুখে কুলুপ পরিচালকের।
8/9
অন্যদিকে ভ্যালেন্টাইনস ডে তে মুক্তি পাচ্ছে মিথিলার নতুন ছবি।
9/9
ছবি সৌজন্যে: অভিরূপ গুহ রায়
Sponsored Links by Taboola