Varun Dhawan: নতুন ছবি 'ভেড়িয়া'র প্রচারে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বরুণ
Actor Varun Dhawan: শহরে গতকাল ভেড়িয়া-র প্রচারে আসেন বরুণ ধবন এবং কৃতি শ্যানন। দুজনেই খুব ব্যস্ত তাদের এই আগামী ছবি নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক।
শহরে বরুণ ধবন
1/10
বলিউডের অন্যতম সফল অভিনেতা বরুণ ধবন। মুক্তির অপেক্ষায় তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'ভেড়িয়া'।
2/10
ছবির প্রচারে গতকালই কৃতী শ্যাননের সঙ্গে কলকাতায় এসেছিলেন বরুণ। চড়েন ট্রামেও।
3/10
প্রসঙ্গত, ঠিক এক দশক আগে ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'।
4/10
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরুণ ধবন পরপর ১১টি বক্স অফিস সফল ছবিতে কাজ করেছেন।
5/10
২০১৪ সাল থেকে 'ফোর্বস ইন্ডিয়া'র ১০০ জন তারকার তালিকায় নাম লেখাচ্ছেন বরুণ।
6/10
২০১০ সালে মুক্তি প্রাপ্ত 'মাই নেম ইজ খান' ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছিলেন বরুণ।
7/10
২০১৩ সাল ছাড়া প্রত্যেক বছরই বরুণ ধবনের এক বা একাধিক ছবি মুক্তি পেয়েছে।
8/10
অভিনেতার বার্ষিক আয় প্রায় ৪৯৫.৮ মিলিয়ন। দেশের অন্যতম বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।
9/10
২০২১ সালের ২৪ জানুয়ারি, দীর্ঘসময়ের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেন অভিনেতা।
10/10
বরুণ ধবনের 'ভেড়িয়া' ছাড়াও 'বাওয়াল' মুক্তির অপেক্ষায়। সেই ছবির শ্যুটিং চলছে এখনও।
Published at : 23 Nov 2022 02:29 PM (IST)