Varun Dhawan: নতুন ছবি 'ভেড়িয়া'র প্রচারে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বরুণ
বলিউডের অন্যতম সফল অভিনেতা বরুণ ধবন। মুক্তির অপেক্ষায় তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'ভেড়িয়া'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির প্রচারে গতকালই কৃতী শ্যাননের সঙ্গে কলকাতায় এসেছিলেন বরুণ। চড়েন ট্রামেও।
প্রসঙ্গত, ঠিক এক দশক আগে ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'।
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরুণ ধবন পরপর ১১টি বক্স অফিস সফল ছবিতে কাজ করেছেন।
২০১৪ সাল থেকে 'ফোর্বস ইন্ডিয়া'র ১০০ জন তারকার তালিকায় নাম লেখাচ্ছেন বরুণ।
২০১০ সালে মুক্তি প্রাপ্ত 'মাই নেম ইজ খান' ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছিলেন বরুণ।
২০১৩ সাল ছাড়া প্রত্যেক বছরই বরুণ ধবনের এক বা একাধিক ছবি মুক্তি পেয়েছে।
অভিনেতার বার্ষিক আয় প্রায় ৪৯৫.৮ মিলিয়ন। দেশের অন্যতম বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা।
২০২১ সালের ২৪ জানুয়ারি, দীর্ঘসময়ের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করেন অভিনেতা।
বরুণ ধবনের 'ভেড়িয়া' ছাড়াও 'বাওয়াল' মুক্তির অপেক্ষায়। সেই ছবির শ্যুটিং চলছে এখনও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -