Vicky Katrina wedding anniversary : স্বপ্নের বিয়ের বছরপার, বিবাহবার্ষিকীতে পাহাড়ি ঠান্ডায় ভালবাসার উষ্ণতায় ভিকি-ক্যাট, দেখুন ছবি
প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেখান থেকেই ছবি পোস্ট করলেন একগুচ্ছ। দুই তারকা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ প্রথম বিবাহবার্ষিকী ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা।
স্বপ্নের মতো বিয়ের সাক্ষী ছিল রাজস্থান। তারপর বলিটাউনে মেগা রিসেপশন।
তারপর দেখতে দেখতে গড়িয়েছে সময়। নবদম্পতি এখন বছর কাটিয়ে ফেললেন দুজনায়।
ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ফ্লোরাল প্রিন্টের সোয়েটার এবং তার সঙ্গে জিনসে দেখা যাচ্ছে।
ক্যামেরার পিছনে ভিকি। সে কথা লিখেছেন ক্যাটরিনা নিজেই। বিয়ের পর একসঙ্গে যাপন করেছেন প্রতিটি উৎসবও।
করওয়া চৌথে মোহময়ী সাজে ধরা দিয়েছিলেন ক্যাট। ভিকির বাহুলগ্না হয়ে একের পর এক ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
নির্জন পাহাড়ি উপত্যকায় স্পেশ্যাল টাইম কাটাচ্ছেন তারকা দম্পতি। সেখানে কাটানো কাছাকাছি মুহূর্তের ছবি দিয়েছেন ভিকি ইনস্টাগ্রামে।
ক্যাটরিনাও লাল সোয়েটার আর ভিকির সাহচর্যের উষ্ণতায় আনন্দে মজেছেন ডিসেম্বরের বিকেলে।
আর তাঁদের স্মৃতিতে আজ শুধুই বছর খানেক আগে একসঙ্গে কাটানো সেই সব মুহূর্তের কথা। যে স্বর্ণালী গোধূলীতে এক হয়েছিল দুই তারকার হাত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -