Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন সলমন?

ক্যাটরিনার বিয়েতে সলমন?

1/7
বলিউডে এই মুহূর্তে একটাই খবর, তা হল ভিকি-ক্যাটরিনার বিয়ে। আর এই হাইভোল্টেজ বিয়ে নিয়ে নানা জল্পনা ও গুঞ্জনও চলছে। সে বিষয়টি উঠে আসছে বলিউডে তা হল এই বিয়েতে কি আমন্ত্রণ জানান হবে সলমন খানকে?
2/7
ক্যাটরিনা, সলমনের সম্পর্ক নিয়ে নানা জলঘোলা হয়েছিল। সেই ক্যাটই এখন গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকির সঙ্গে। প্রাক্তন কী সেই বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন?
3/7
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,সলমন ও তাঁর পরিবারকে আমন্ত্রণ পাঠানো হতে পারে। সেখানে এও বলা হয়, সলমনের বোন অর্পিতা খান এবং আলভিরা খান অগ্নিহোত্রী বিয়েতে যোগ দেবেন।
4/7
এই বিষয়ে সলমনের বোন অর্পিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই জল্পনা অস্বীকার করেন। তিনি সাফ জানান এই বিয়েতে কোনও আমন্ত্রণ এখনও পাননি।
5/7
বিভিন্ন সূত্রে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতির বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বসতে চলেছে তাঁদের বিবাহআসর।
6/7
শোনা গিয়েছে, দুই তারকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু কড়া নিয়ম। যেমন, মোবাইল ফোন নিয়ে উপস্থিত থাকতে পারবেন না অতিথিরা। বিয়ের কোনও ছবি তুলতে পারবেন না।
7/7
কোনও ছবি শেয়ারও করতে পারবেন না কাউকে। এমনকি ফোনের লোকেশনও অন রাখতে পারবেন না তাঁরা। সম্প্রতি জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রবেশ করতে পারবেন আলাদা আলাদা কোডের মাধ্যমে।
Sponsored Links by Taboola