Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন সলমন?
বলিউডে এই মুহূর্তে একটাই খবর, তা হল ভিকি-ক্যাটরিনার বিয়ে। আর এই হাইভোল্টেজ বিয়ে নিয়ে নানা জল্পনা ও গুঞ্জনও চলছে। সে বিষয়টি উঠে আসছে বলিউডে তা হল এই বিয়েতে কি আমন্ত্রণ জানান হবে সলমন খানকে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যাটরিনা, সলমনের সম্পর্ক নিয়ে নানা জলঘোলা হয়েছিল। সেই ক্যাটই এখন গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকির সঙ্গে। প্রাক্তন কী সেই বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন?
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,সলমন ও তাঁর পরিবারকে আমন্ত্রণ পাঠানো হতে পারে। সেখানে এও বলা হয়, সলমনের বোন অর্পিতা খান এবং আলভিরা খান অগ্নিহোত্রী বিয়েতে যোগ দেবেন।
এই বিষয়ে সলমনের বোন অর্পিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই জল্পনা অস্বীকার করেন। তিনি সাফ জানান এই বিয়েতে কোনও আমন্ত্রণ এখনও পাননি।
বিভিন্ন সূত্রে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতির বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বসতে চলেছে তাঁদের বিবাহআসর।
শোনা গিয়েছে, দুই তারকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু কড়া নিয়ম। যেমন, মোবাইল ফোন নিয়ে উপস্থিত থাকতে পারবেন না অতিথিরা। বিয়ের কোনও ছবি তুলতে পারবেন না।
কোনও ছবি শেয়ারও করতে পারবেন না কাউকে। এমনকি ফোনের লোকেশনও অন রাখতে পারবেন না তাঁরা। সম্প্রতি জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রবেশ করতে পারবেন আলাদা আলাদা কোডের মাধ্যমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -