Vicky Katrina Wedding: মুম্বইয়ে ভিকির বাড়িতে এসে পৌঁছল তাঁর বিয়ের পোশাক

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/7
রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা সুসজ্জিত। 'বিগ-শট' বিয়ের অনুষ্ঠান বলে কথা। সূত্রের খবর, আজকেই সন্ধ্যের মধ্যে ভেন্যুতে পৌঁছবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
2/7
চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই এসে পৌঁছল ভিকি কৌশলের বিয়ের পোশাক।
3/7
সোমবার দুপুর নাগাদ অভিনেতার বাড়িতে এসে থামল কালো গাড়ি। তার ভিতরেই দেখা গেল 'ভিকি' নাম লেখা নীল স্যুট-কভার।
4/7
গাড়ি থেকে বের করতেই নাম আরও স্পষ্ট। এই শেরওয়ানিই তবে বিয়ের সময়ে পরছেন অভিনেতা?
5/7
পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ছে ভিকি ও ক্যাটরিনা এবং তাঁদের পরিবারের প্রত্যেক পদক্ষেপের ছবি।
6/7
গতকালই ভিকির বাড়ি থেকে বের হতে দেখা যায় ক্যাটরিনাকে।
7/7
সাদা পোশাকে বেশ সুন্দর দেখাচ্ছিল তাঁকে। মুখের চওড়া হাসিও ছিল নজরকাড়া।
Sponsored Links by Taboola