Vidya Balan on Style Statement: আলমারিতে মাত্র ২৫টা শাড়ি, তাই দিয়েই কোন যাদুতে বাজিমাৎ বিদ্যার?
তিনি বলিউডের স্টাইল স্টেটমেন্টের থেকে আলাদা ছন্দে হাঁটেন। যখন বলিউডের অন্যান্য অভিনেত্রীরা বেছে নেন পশ্চিমি বা সাহসী পোশাক, তখন তিনি ভরসা রাখেন শাড়িতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাও আবার পুরাতনী কাঞ্জিভরম বা সিল্কের শাড়ি। যে নায়িকা প্রত্যেকটা অনুষ্ঠানেই তাক লাগিয়ে দেন শাড়ি সাজে, তাঁর সংগ্রহে রয়েছে ঠিক কতগুলো আর কত রকমের শাড়ি?
এই প্রশ্ন ঘোরাফেরা করে অনেকের মনেই। তবে সম্প্রতি নিজের শাড়ির কালেকশন নিয়ে মুখ খুলেছেন বিদ্যা বালন (Vidya Balan)। আর তিনি যা জানিয়েছেন, তাতে তাক লেগে যাবে অনেকেরই।
সদ্য, Unfiltered Samdish-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিদ্যা বালন জানিয়েছেন, তার সংগ্রহে রয়েছে মাত্র ২৫টা শাড়ি! এই কথা শুনে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, তাহলে প্রত্যেক অনুষ্ঠান, প্রিমিয়ারে কীভাবে নতুন নতুন শাড়ি পরে হাজির হন বিদ্যা?
এত কম শাড়ি থাকলে তো এক শাড়িতেই তাঁকে বারে বারে দেখা যাওয়ার কথা। কিন্তু তা তো হয় না! সেই উত্তরও দিয়েছেন বিদ্যা
তিনি জানিয়েছেন, তিনি এক শাড়ি বারে বারে পরার সুযোগ পান না তেমন। বিদ্যার কথায়, 'আমায় অনেকেই প্রশ্ন করেন, আমার ওয়ার্ডরোবে ঠিক কটা শাড়ি আছে।'
বিদ্যা বলছেন, 'আসলে আমি ভীষণ অল্প জিনিস নিয়ে থাকতে পছন্দ করি। তাই বাকি অভিনেতা অভিনেত্রী, এমনকি বাকি সাধারণ মেয়েদের থেকেও আমার কাছে অনেক কম সংখ্যক শাড়ি আছে। অনেকে হয়তো বললে বিশ্বাসই করবেন না যে আমার কাছে শাড়ি আছে মাত্র ২৫ টা!'
বিদ্যা আরও বলেন, 'আমি প্রচুর শাড়ি সংগ্রহে রাখা, সেগুলোকে আঁকড়ে থাকা মোটেই পছন্দ করি না। যেহেতু আমি এক শাড়ি বেশিবার পরার সুযোগ পাই না, তাই শাড়ি পরা হয়ে গেলেই আমি সেটা কাউকে না কাউকে দিয়ে দিই।
এতে যেমন আমার জিনিস আঁকড়ে রাখার প্রবণতা কমে, তেমনই আমার আলমারির ভারও কিছুটা হালকা হয়।
আমার সংগ্রহে যে কয়েকটা শাড়ি রয়েছে, সেগুলোর সঙ্গে আমার বিশেষ বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে। সেগুলো আমি ছাড়তে পারব না। সেই কারণেই সেগুলোকে আলাদা যত্নে রেখেছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -