Happy Birthday Vikrant Massey: '12th ফেল' থেকে 'মির্জাপুর', বার্থডে বয় বিক্রান্তের অন্যতম সেরা পারফর্ম্যান্সগুলি
৩ এপ্রিল ৩৭ পূর্ণ করলেন অভিনেতা বিক্রান্ত মাসে। টেলিভিশনের প্রথম সারির অভিনেতা থেকে শুরু করে বড়পর্দার বিখ্যাত তারকা। নিজের কেরিয়ারে নিঃসন্দেহে অনেকটা রাস্তা এগিয়েছেন বিক্রান্ত। দর্শকদেরও খুব পছন্দের তিনি। এক ঝলকে তাঁর অন্যতম সেরা ৫ ছবি দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'12th ফেল' - সমালোচকদের দাবি এই ছবি নিঃসন্দেহে অভিনেতার শ্রেষ্ঠ কাজ। বিক্রান্ত সমালোচকদের দ্বারা প্রশংসিত '12th ফেল'-এ একজন অনুপ্রেরণাদায়ক বাস্তব জীবনের অর্জনকারীর অনায়াসে চিত্রায়নের মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন।
সিনেমায় যে কোনও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য তাঁর আবেগ এবং সংকল্প ব্যাপক প্রশংসা অর্জন করে। তাঁর চেষ্টায় অনায়াসে জটিল চরিত্রও প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে।
'হসিন দিলরুবা' - রোম্যান্টিক থ্রিলার ঘরানা এই সিনেমা সম্পর্কের বিশেষ জটিলতা নিয়ে তৈরি। কোনও চরিত্রে প্রাণ কীভাবে ঢালা যায় তা এই ছবিতে প্রমাণ করেছেন বিক্রান্ত।
তাপসী পন্নুর বিপরীতে চার্মিং, আকর্ষণীয় অথচ রহস্যময় স্বামীর চরিত্রে বিক্রান্ত দারুণ। কেবল সংলাপ নয়, বিক্রান্তের অভিব্যক্তিও মনে ধরার মতো।
'মির্জাপুর' - ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম প্রতীক্ষিত ও প্রশংসিত সিরিজ এটি। দুর্বলতার মুহূর্ত এবং অ্যাকশনের মধ্যে নিজেকে কীভাবে অনায়াসে নিয়ে যাওয়া-আসা করা যায় তা শেখার মতো।
এই সিরিজে তাঁর ছকভাঙা অভিনয় সমালোচকদের সঙ্গে সঙ্গে তাঁকে দর্শকের ভালবাসাও এনে দেয়। 'পাওয়ারহাউজ পারফর্মার' বলা হয় তাঁকে এই সিরিজের পর থেকে।
'লভ হস্টেল' - যে ধরনের সিনেমা বা চরিত্রে তাঁকে দেখা যায় তার থেকে খানিকটা আলাদা। মুসলিম ছেলের চরিত্রে তিনি একেবারে যথাযথ এই ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন সানিয়া।
একে অপরের প্রেমে পড়ে যখন তাঁরা পালানোর পরিকল্পনা করেন, দুই পরিবারই বিয়েতে রাজি হয়। কিন্তু তাঁদের ধারণাও ছিল না কী হতে চলেছে ভবিষ্যৎ। পুরনো জীবন ও ভালবাসার টানাপোড়েনে জর্জরিত বিক্রান্ত দারুণ।
'ডেথ ইন দ্য গঞ্জ' - অ্যাটমোস্ফেরিক থ্রিলার ঘরানার এই ছবিতে বিক্রান্তের 'সাংঘাতিক' অভিনয় তাঁর চরিত্রের অন্তরের ঝড় ও সমস্যার নিখুঁত বহিঃপ্রকাশ। তাঁর চরিত্র ও অভিনয় দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -